কিভাবে আপনার এলাকার মৌজা ম্যাপ ডাউনলোড করবেন

মৌজা ম্যাপ এখন বাড়িতে বসেই ডাউনলোড করা যাচ্ছে।

মৌজা ম্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের  ভূমি দপ্তরের নিজস্ব ওয়েবসাইট এ যেতে হবে। ভূমি দপ্তরের ওয়েবসাইট এর জন্য ক্লিক করুন

কিভাবে আপনার এলাকার মৌজা ম্যাপ ডাউনলোড করবেন

এই ওয়েবসাইট এ গিয়ে মেনু বার থেকে, প্রথমে আপনাকে এখানে একাউন্ট তৈরি করতে হবে এবং লগ ইন করতে হবে।লগ ইন করার পর সিটিজেন সার্ভিস ( Citizen Service) এ ক্লিক করবেন এবং এই মেনুর আন্ডার এ অনেক অপশন দেখতে পাবেন , Service Delivery অপশনে ক্লিক করবেন , তারপর Mouza Map Request অপশনে ক্লিক করবেন।

মৌজা ম্যাপ
অনলাইন আবেদন পত্র

এবার যে এপ্লিকেশন ফর্ম টি আসবে , সেই ফর্ম টি যথাযথ ভাবে পূরণ করবেন এবং Calculate Fee অপশনে ক্লিক করবেন । এখানে মোবাইল নং এবং ইমেইল আই ডি , সঠিক ভাবে দেবেন , তার কারণ , মোবাইল নং এবং ইমেইল আই ডি তে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে (OTP)  , সেটা নির্দিষ্ট জায়গায় , পুট করতে হবে।

Calculate Fee অপশনে ক্লিক করার পর আপনি এপ্লিকেশন নম্বর পেয়ে যাবেন এবং পশে ফিস এর পরিমান ও জানতে পারবেন। এরপর নিদির্ষ্ট ফিস্ অনলাইন এ র মাধ্যমে জমা করলেই , আপনি মৌজা ম্যাপ ডাউনলোড করতে পেয়ে যাবেন ।

এই সুম্পূর্ণ পদ্ধতি টি লাইভ দেখতে হলে , নিচের ভিডিও টি একবার দেখে নিন।

ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন

 

কিভাবে আপনার এলাকার মৌজা ম্যাপ ডাউনলোড করবেন

আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

voter card update

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

11 thoughts on “কিভাবে আপনার এলাকার মৌজা ম্যাপ ডাউনলোড করবেন”

  1. স্যার
    আমার আব্বা একটা জমি আছে যে টার কাগজ করা আছে কিন্তু খারিজ আছে অন্য কারো নামে এই বিষয় কি করা যাই একটু বলবে

    Reply
  2. নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকাড়াইল মৌজার সিএস ম্যাপ

    Reply
  3. স্যার আমার দাদা হাজী আশরাফ মোল্যা এর নামে সিএস ডেকডিও অনেক দাগ পাওয়া যাচ্ছেনা যার পর্চা আমাদের নিকটে নাই।

    Reply

Leave a Comment