সরকারি পরিষেবার খাজনা এবার বাড়ি থেকে মোবাইল এপ্লিকেশন WBIFMS এর মাধ্যমে ।

রাজ্য সরকার এমন একটি মোবাইল এপ্লিকেশন এর সুবিধে রাজ্য বাসীকে দিতে চলেছে , যার মাধ্যমে জমির খাজনা থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবার কর দেওয়া যাবে। রাজ্য অর্থদপ্তর এর এই মোবাইল এপ্লিকেশন টি গুগল প্লে স্টোরে থেকেই ডাউনলোড করার যাবে।  সার্চ করার সময় লিখতে হবে WBIFMS .

WBIFMS

অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই  মোবাইল এপ্লিকেশন ( wbifms ) টির মাধ্যমে বিভিন্ন রকম সরকারি লাইসেন্সের ফি, বৃত্তিকরের মতো রাজ্য সরকারের একাধিক কর বা ফি মেটানো যাবে ।

একজনের মোবাইল এপ্লিকেশন থেকে একাধিক ব্যক্তির কর ও ফি মেটানো যাবে। এবং কর মেটাবার জন্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট, ভীম ইউপিআই ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে টাকা দেওয়া যাবে। যে ব্যক্তির কর মেটানো হচ্ছে, তিনি সরকারি খাতায় তাঁর অ্যাকাউন্টের সমস্ত আপডেট অনলাইনেই পেয়ে যাবেন।

শুধুমাত্র কর মেটানোই নয় , এই অ্যাপের সাহায্যে বিভিন্ন সরকারি পরিষেবা এবং বিভিন্ন ক্ষেত্রে আবেদনকারীর অবস্থান ও বিভিন্ন সরকারি রিপোর্ট ডাউনলোড করা যাবে। 

পশ্চিমবঙ্গ  সরকারের ট্রেজারি থেকে সচিবালয়, ডিরেক্টরেট ও ফিল্ড অফিসের বিভিন্ন তথ্য, সরকারি কর্মীদের বেতন ও ভাতা, পেনশন ও সব ধরনের সরকারি বৃত্তি এবং স্কলারশিপ প্রাপকদের বিস্তারিত তথ্যও মিলবে।

অর্থ দপ্তর এর বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমেই পুরসভা,পঞ্চায়েতের বিভিন্ন কর ও পরিষেবার ফি মেটানোর ব্যবস্থা করার পরিকল্পনা আছে।

উল্লেখ্য পশ্চিমবঙ্গ  রাজ্য সরকার অনেক আগেই অনলাইনে কর ও বিভিন্ন পরিষেবা ফি কালেকশন এর জন্য ‘গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম’ (GRIPS) চালু করেছে । মোবাইল এর বাব্যহার প্রচুর পরিমানে বেড়ে যাওয়ার জন্য , রাজস্ব সংগ্রহে এই wbifms মোবাইল এপ্লিকেশন কার্যকর ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে । তবে পুরোনো অনলাইন ব্যবস্থাও সমান্তরাল ভাবে চালু থাকবে বলেই দপ্তর সূত্রে জানা যাচ্ছে। ।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

সরকারি পরিষেবার খাজনা এবার বাড়ি থেকে মোবাইল এপ্লিকেশন WBIFMS এর মাধ্যমে ।

আমাদের WBIFMS এপ্লিকেশন   বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

1 thought on “সরকারি পরিষেবার খাজনা এবার বাড়ি থেকে মোবাইল এপ্লিকেশন WBIFMS এর মাধ্যমে ।”

Leave a Comment