আপনার আধার কার্ডে কটা সিম চলছে দেখে নিন
অনেক সময় দেখা যায় একজনের আধার কার্ড ব্যবহার করে অপরিচিত অন্য কেউ সিম তুলে তা ব্যবহার করছে। অপরাধমূলক কার্যকলাপ চালানোর জন্য অপরাধীরা অনেক সময় এই পন্থা অবলম্বন করে থাকে। যার আধার কার্ড তিনি এই বিষয়ে কিছুই জানতে পারেন না। এই সমস্য দূর করতে সম্প্রতি টেলিকম ডিপার্টমেন্ট (DOT) একটি পোর্টাল চালু করেছে।
এই পোর্টালের মাধ্যমে একটি আধার কার্ডের সঙ্গে কতগুলো মোবাইল কানেকশন নেওয়া আছে তা জানা যাবে। আপনার নামে অপরিচিত কোন মোবাইল কানেকশন নেওয়া থাকলে তা এই পোর্টালের মাধ্যমে টেলিকম বিভাগকে জানানোও যাবে এবং টেলিকম বিভাগ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। নিয়ম অনুযায়ী একটি আধার কার্ডে ৯টি মোবাইল কানেকশন রাখা যায়।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023
এই পোর্টালে লেখা আছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বাসিন্দারাই এই পরিষেবা পাবেন, কিন্তু পোর্টালের তথ্য নিয়মিত আপডেট হচ্ছে। ফলে অন্যান্য বেশ কিছু রাজ্যের তথ্যও মিলছে এই পোর্টাল থেকে। পশ্চিমবঙ্গের গ্রাহকদের তথ্যও মিলছে। বর্তমানে আপনার তথ্য না থাকলে আশা করা যায় খুব শীঘ্রই আপনার তথ্যও আপডেট হয়ে যাবে এই পোর্টালে।
এবার জেনে নিন কিভাবে আপনি জানতে পারবেন আপনার আধার কার্ডে কটা মোবাইল কানেকশন নেওয়া আছে
১. https://tafcop.dgtelecom.gov.in পোর্টালে যান
২. আপনার মোবাইল নম্বর দিয়ে “Request OTP” বাটনে ক্লিক করুন
৩. পরের স্ক্রীনে আপনার মোবাইলে আসা OTP নম্বর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন
৪. এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরগুলি স্ক্রীনে ভেসে উঠবে।

আপনার নিজের নম্বরগুলির ক্ষেত্রে কিছু করার দরকার নেই। কোন অপরিচিত নম্বর আপনি এখান থেকেই টেলিকম বিভাগকে রিপোর্ট করতে পারবেন।