পশ্চিমবঙ্গে বড়দের এবং বাচ্চাদের জন্ম সার্টিফিকেট কি ভাবে পাবেন ?

আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। বিষয় টা হলো জন্ম সার্টিফিকেট । এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা আমাদের মতো যাঁরা সাতের বা আটের দশকে জন্মেছি অনেকেরই নেই । NRC হলে বাবা -মা র সন্তান এটির সাহায্যে প্রমাণ দেওয়া যেতে পারে I এখন ব্যাপার হলো এটি কি ভাবে পাবেন ?

জন্ম সার্টিফিকেট

পশ্চিমবঙ্গ সরকারের Wb Edistrict ওয়েবসাইটে গিয়ে মোবাইল নং দিয়ে সিটিজেন রেজিস্ট্রেশন করবেন।

তারপর “এপ্লিকেশন ফর delayed registration of birth ” এ ক্লিক করলে ফর্মটি এসে যাবে।

আপনার তথ্য গুলি দিয়ে সাবমিট করুন। মাত্র দুটি সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে ।

পশ্চিমবঙ্গে বড়দের এবং বাচ্চাদের জন্ম সার্টিফিকেট কি ভাবে পাবেন ?

জন্ম সার্টিফিকেট এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে ?

1. পঞ্চায়েত প্রধান / চেয়ারম্যান র একটা ভেরিফিকেশন ।

2. পাঁচজনের সাক্ষী দিচ্ছে আপনার জন্ম তারিখ সন্বন্ধে এমন একটি ফর্ম। পাঁচ জানেন সাক্ষীর জন্য বয়ানটি ডাউনলোড করে নিন। বয়ান ১বয়ান ২

3. শেষে আর একটি ডকুমেন্টস লাগবে , তবে সেটা অতিরিক্ত। দিতেও পারেন নাও পারেন। এটি ভোটার ,আধার ,রেশন, ইত্যাদি দিলেই চলবে।

এই দুটি সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান করে , মোবাইলে ছবি তুলে আপলোড করে দিতে হবে । ফাইলের সাইজ ১০০ কে বি এর মধ্যে হতে হবে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটাই অনলাইনে ।

কোথা থেকে পাবেন জন্ম সার্টিফিকেট ?

আপনার এপ্লিকেশন Approve / অনুমোদিত হলে, আপনি ব্লক বা মিউনিসিপালিটি থেকে বা অনলাইনে আপনার জন্ম সার্টিফিকেট এর জন্য অনুমতি পেয়ে যাবেন ।

এবার আপনাকে জন্ম নিবন্ধীকরণ অফিসার এর কাছে যেতে হবে। The Registrars of births and deaths for a defined area shall be appointed by 

(1) The District Registrar in rural area.

(2) Municipal Commissioner/Commissioner/Chief Executive Officer of a Municipal Corporation.

(3) Chairman/Executive Officer/Administrator of a Municipality.

(4) Executive Officer/Chairman of a Cantonment or Notified Area.

অনলাইন আবেদন পদ্ধতি নিচের ভিডিও থেকে দেখে নিন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

jago prokolpo

আমাদের এই জন্ম সার্টিফিকেট  বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

23 thoughts on “পশ্চিমবঙ্গে বড়দের এবং বাচ্চাদের জন্ম সার্টিফিকেট কি ভাবে পাবেন ?”

  1. জন্মসার্টিফিকেট তৈরি করার জন্য,
    গত কয়েক বছর যাবত চেষ্টা করেছি। অনেক পরিশ্রম করেছি তবুও পারিনি । আপনি কি আমার জন্মসার্টিফিকেট বানিয়ে দিতে পারবেন। বিশেষ উপকার হতো। ধন্যবাদ ।।

    Reply

Leave a Comment