প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আপডেট, স্ট্যাটাস মেসেজ কিভাবে বুঝবেন ?

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan) , এর সুবিধাভোগীরা বর্তমানে তাদের ১১তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। ১২ কোটিরও বেশি কৃষক এই প্রকল্পে নিজেদের নাম নিবন্ধিত করেছেন। ১১তম কিস্তির পরিমাণ এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে।

পাঁচ রাজ্যে নির্বাচনের আগে দশম কিস্তি পাঠিয়েছিল সরকার।

কিন্তু ১১তম কিস্তির জন্য ই-কেওয়াইসি করা প্রয়োজন। না হলে কিস্তির টাকা আটকে যেতে পারে। ই-কেওয়াইসি করার শেষ তারিখ ৩১ মে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় প্রতি বছর কেন্দ্রীয় সরকার কৃষকদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা পাঠায়। এই পরিমাণ ২০০০ টাকার তিনটি কিস্তিতে পাঠানো হয়।

কেন্দ্রের এই প্রকল্পে রাজ্যগুলির অনুমোদনও প্রয়োজন। কিছু রাজ্য সরকার এখনও ১১তম কিস্তির জন্য অনুমোদন দেয়নি।

PM Kisan Status পোর্টালে স্ট্যাটাস চেক করার সময় বিভিন্ন মেসেজ এর মানে।

PM Kisan Status

আপনি যদি দেখেন Waiting For Approval By State লেখা আছে , তাহলে আপনার কিস্তির অনুমোদন রাজ্য সরকারের কাছ থেকে এখনও পাওয়া যায়নি।

যদি স্ট্যাটাস পরীক্ষা করার সময়, RFT অর্থাৎ রিকোয়েস্ট ফর ট্রান্সফার লেখা হয় । তাহলে এর অর্থ হল সুবিধাভোগীর ডেটা রাজ্য চেক করেছে এবং কেন্দ্রকে রাজ্য সরকার কিস্তির টাকা সুবিধাভোগীর অ্যাকাউন্টে পাঠানোর জন্য অনুরোধ করেছে।

যদি FTO জেনারেট করা হয় এবং পেমেন্ট কনফার্মেশন পেন্ডিং লেখা দেখা যায় তাহলে এর মানে হল ফান্ড ট্রান্সফারের প্রক্রিয়া শুরু হয়েছে। কিছু দিনের মধ্যেই গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

WBSCCS

PM Kisan Status পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

Leave a Comment