উঠে যাচ্ছে ডিজিটাল রেশন কার্ড খাদ্যবণ্টন।ব্যবস্থা আরও সহজ করতে নয়া পদক্ষেপ খাদ্যদপ্তরের।

ভোট যত এগিয়ে আসছে ততই উন্নয়ন জোর দিচ্ছে সরকার। এবার ভোটের আগে আরও সহজ হচ্ছে রাজ্যের রেশন ব্যবস্থা। আমজনতার সুবিধায় এবার ই-রেশন কার্ড (E Ration card) চালু করতে চলেছে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর (Food and supply department) । এবার বন্ধ হচ্ছে ডিজিটাল রেশন কার্ড। এই ডিজিটাল রেশন কার্ডের পরিবরেতে আসছে এ রেশন কার্ড।

এতদিন পর্যন্ত রেশন এর জন্য ডিজিটাল রেশন কার্ডে (DRC) চালু ছিল। সেই রেশন ডিজিটাল রেশন কার্ড তৈরির কাজ চলছে এখনও। বেশকিছু সমস্যার কারণে সকলেই কিন্তু এখনো পর্যন্ত সেই কার্ড হাতে পাননি।

e ration card

এবার সেই সমস্যার সমাধানেই ডিজিটাল রেশন কার্ড তুলে ই-রেশন (e ration card) কার্ড আনল খাদ্য দপ্তর। বর্তমান ডিজিটাল যুগে মোবাইলে সবসময় আপনি আপনার এই কার্ড রাখতে পারবেন।
আগের মতো কাগজের রেশন কার্ড সাথে না থাকলেও এবার পাবেন নির্ধারিত রেশন।

ই-রেশন (e ration card) কার্ডের দৌলতে এবার থেকে হাতে রেশন কার্ড রেশন কার্ড থাকুক বা না থাকুক রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। শুধুমাত্র রেজিস্টার্ড নম্বরটিরেশন ডিলার কে বলতে হবে।

শুধুমাত্র রেজিস্টার্ড মোবাইল নং এর উপর নির্ভর করেই গ্রাহককে রেশন দিয়ে দিতে পারবেন ডিলার। খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও সরলীকরণের লক্ষ্যেই ই-রেশন কার্ডের ভাবনা প্রশাসনের।

কিভাবে পাবেন এ রেশন কার্ড – e ration card থেকে রেশন।

খাদ্যদপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ই-রেশন কার্ডের জন্য আবেদন জানিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। আপনাকে বৈধ মোবাইল নং দিতে হবে । একটি ওটিপি (OTP) আসবে আপনার মোবাইলে।
এই ও টি পি এর মাধ্যমে আপনার পরিচয় যাচাই হবে ।
তারপর গ্রাহক হিসেবে একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর পাবেন আপনি। পিডিএফ ফর্ম্যাটে পাবেন রেশন কার্ডটিও। তা ডাউনলোড করে রাখলেই কাজ শেষ।
এবার যাওয়া-আসার পথে যদি রেশনের সামগ্রী

উঠে যাচ্ছে ডিজিটাল রেশন কার্ড খাদ্যবণ্টন।ব্যবস্থা আরও সহজ করতে নয়া পদক্ষেপ খাদ্যদপ্তরের।
e ration card

বাড়ীর মোবাইল থেকেই আবেদন করুন রেশন কার্ড।

নেওয়ার প্রয়োজন হয়, তাহলে মোবাইলে রাখা পিডিএফ ফর্ম্যাটের কার্ডটি রেশন দোকানে দেখিয়ে সহজে সামগ্রী পেতে পারেন আপনি।

যদি পিডিএফে রেশন কার্ডটি ডাউনলোড নাও করা থাকে, তাহলেও সমস্যা নেই। নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বরটি রেশন ডিলারকে জানালে তিনি তা মিলিয়ে দেখে গ্রাহককে চিহ্নিত করে জিনিসপত্র দিতে পারবেন।

আমজনতার সুবিধায় এই ই-রেশন কার্ড চালু করা রাজ্য সরকারের ভাল পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে রাজনৈতিক মহলের একাংশের কটাক্ষ, ডিজিটাল রেশন কার্ড বণ্টনের ত্রুটি ঢাকতেই তা তুলে দিয়ে ই-রেশন কার্ডের ব্যবস্থা।

আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

e ration card

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

পশ্চিমবঙ্গের রেশন কার্ডের সমস্ত পদ্ধতি নুতন , সংশোধন এবং স্থানান্তরিত।

3 thoughts on “উঠে যাচ্ছে ডিজিটাল রেশন কার্ড খাদ্যবণ্টন।ব্যবস্থা আরও সহজ করতে নয়া পদক্ষেপ খাদ্যদপ্তরের।”

Leave a Comment