কৃষকদের জন্য সুখবর ! প্রধান মন্ত্রী কিষান মান্ধান যোজনা পেনশন প্রকল্প-এবার মাসে পান ৩০০০ টাকা পেনশন -Pmkmy Krishi Pension

ভারত সরকার কৃষকদের বৃদ্ধ কালীন অর্থনৈতিক সমস্যা দূর করার জন্য শুরু করলেন প্রধান মন্ত্রী কিষান মান্ধান যোজনা পেনশন প্রকল্প ( Pmkmy Krishi Pension ) । এই প্রকল্প কৃষকদের জন্য সুখবর ! এবার মাসে প্রত্যেক কৃষক ৩০০০ টাকা পেনশন। 

আমাদের ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন , আগামী দিনের সরকারি প্রকল্পের খুঁটিনাটি জানার জন্য।👇👇👇

কৃষকদের জন্য সুখবর ! প্রধান মন্ত্রী কিষান মান্ধান যোজনা পেনশন প্রকল্প-এবার মাসে পান ৩০০০ টাকা পেনশন -Pmkmy Krishi Pension
Pmkmy Krishi Pension এই প্রকল্পের সুবিধে :

প্রধান মন্ত্রী কিষান মান্ধান যোজনা পেনশন প্রকল্পের অন্তর্গত কৃষকেরা ৬০ বছরের পর প্রতি মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা করে পেনশন । এছাড়াও কৃষকের অবর্তমানে , থাকছে ১৫০০ টাকা প্রতি মাসে ফ্যামিলি পেনশন এর সুবিধে। এর জন্য কৃষক কে প্রতি মাসে নির্দিষ্ট হরে টাকা জমা করতে হবে। কোন বয়সে কত টাকা জমা দেবেন জানার জন্য এখানে ক্লিক করুন। ৬০ বছরের আগে কৃষকের মৃত্যু হলে , তার নমিনি এই প্রকল্প চালিয়ে যেতে পারেন এবং ফ্যামিলির পেনশন এর সুবিধে নিতে পারেন অথবা এই প্রকল্প থেকে টাকা তুলে প্রকল্প থেকে বেরিয়ে যেতে পারেন।

pmkmy krishi pension
Pmkmy Krishi Pension প্রকল্পে যুক্ত হওয়ার জন্য যোগ্যতা :

এই সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক 2 এর মধ্যে আবাদযোগ্য জমির মালিক রয়েছে ।
এই প্রকল্পে যুক্ত হতে হলে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্য।
রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ভূমির রেকর্ডে নাম উপস্থিত থাকা প্রয়োজন ০১.০৮.২০১৯ এর মধ্যে।

কৃষকদের জন্য সুখবর ! প্রধান মন্ত্রী কিষান মান্ধান যোজনা পেনশন প্রকল্প-এবার মাসে পান ৩০০০ টাকা পেনশন -Pmkmy Krishi Pension
কারা এই pmkmy krishi pension প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না।

১. জাতীয় পেনশন প্রকল্প (এনপিএস), কর্মীদের ‘রাজ্য বীমা কর্পোরেশন পরিকল্পনা, কর্মচারী’ তহবিল সংস্থা পরিকল্পনা ইত্যাদি অন্য কোনও স্ট্যাচুরির সামাজিক সুরক্ষা স্কিমের আওতাভুক্ত কৃষক।
২. যে কৃষকরা প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন যোজনা (PMSYM) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক দ্বারা পরিচালিত দ্বারা পরিচালিত তাদের দ্বারা পরিচালিত
৩.শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় কর্তৃক পরিচালিত প্রধানমন্ত্রীর লঘু বৈপারি মান-ধরণের যোজনা (প্রধানমন্ত্রী-এলভিএম) -র পক্ষে বেছে নেওয়া কৃষকরা।
৪. সংবিধানের পদের সাবেক ও বর্তমান ধারকগণ।৫.প্রাক্তন ও বর্তমান মন্ত্রী / রাজ্য মন্ত্রীরা এবং লোকসভা / রাজ্যসভা / রাজ্য বিধানসভা / রাজ্য বিধান পরিষদসমূহের সাবেক / বর্তমান সদস্যগণ, পৌর কর্পোরেশনের প্রাক্তন ও বর্তমান মেয়রগণ, জেলা পঞ্চায়েতের প্রাক্তন ও বর্তমান সভাপতিগণ।

প্রধানমন্ত্রী কিষান মান্ধান যোজনার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
৬. কেন্দ্রীয় / রাজ্য সরকার মন্ত্রনালয় / অফিস / বিভাগ এবং বিভাগের ক্ষেত্র ইউনিটসমূহের কেন্দ্রীয় বা রাজ্য পিএসই এবং সংযুক্ত অফিস / স্বায়ত্তশাসিত সংস্থার সরকারী বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী পাশাপাশি স্থানীয় সংস্থার নিয়মিত কর্মচারী (মাল্টি টাস্কিং স্টাফ / চতুর্থ শ্রেণি বাদে) / গ্রুপ ডি কর্মীরা)
৭. সর্বশেষ মূল্যায়নের বছরে যে সমস্ত ব্যক্তি আয়কর প্রদান করেছেন
৮. চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং আর্কিটেক্টস এর মতো পেশাদাররা পেশাদার সংস্থাগুলির সাথে নিবন্ধিত এবং অনুশীলন গ্রহণের মাধ্যমে পেশা সম্পাদন করে।

Pmkmy Krishi Pension প্রয়োজনীয় কাগজ পত্র :

1. কৃষকের / স্ত্রীর জন্ম তারিখ ।
2.ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ।
3. IFSC / MICR কোড ।
4. মোবাইল নম্বর ।
5. আধার নম্বর Mand. ম্যান্ডেট নিবন্ধকরণের জন্য প্রয়োজনীয় পাসবুকের মতো গ্রাহকের অন্যান্য তথ্য ।

কোথায় থেকে আবেদন করা যাবে :

বর্তমানে এই প্রকল্পে নাম তোলা কমন সার্ভিস সেন্টার (CSC) এবং নিজে নিজে এই দুটি পদ্ধতিতেই করা যাচ্ছে।

pmkmy krishi pension
MANDHAN ALL

গ্রাহকের সঠিক বিবরণী রেকর্ড করার ও গ্রাহকের বৈধতা দেওয়ার কাজটি সাধারণ পরিষেবা কেন্দ্র ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডে (CSC)  থাকবে ।

তাই এই প্রকল্পে নাম তোলার জন্য আপনি নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC) এও যেতে পারেন বা মানধন ওয়েবসাইট থেকে সরাসরি করতে পারেন। । পুরো আবেদন পদ্ধতি অনলাইনেই হবে।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

cyclone fani dos and donts

আমাদের এই Pmkmy Krishi Pension বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

9 thoughts on “কৃষকদের জন্য সুখবর ! প্রধান মন্ত্রী কিষান মান্ধান যোজনা পেনশন প্রকল্প-এবার মাসে পান ৩০০০ টাকা পেনশন -Pmkmy Krishi Pension”

Leave a Comment