২০ এপ্রিলের পর যে পরিষেবা বা কাজকর্ম করা যাবে দেখুন তার তালিকা।

স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশ জারি করে জানানো হয়েছে ২০ এপ্রিলের পর কোন ধরনের কাজ করা হবে এবং কোন ধরনের কাজ করা হবে না। ‌ এক্ষেত্রে ২০ এপ্রিলের পর যেসব কাজ কর্মের অনুমতি দেওয়া হয়েছে তার লক্ষ্য হলো যাতে কৃষি ও কৃষি জাতীয় কাজকর্ম পুরো দমে চলে,গ্রামীণ অর্থনীতি সর্বাধিক দক্ষতায় কাজ করে, দিন মজুর ও অন্যান্য শ্রমিকদের আয়ের সুযোগ ঘটে, নির্বাচিত শিল্প ক্ষেত্রে কাজ শুরু হবে প্রয়োজনীয় নিরাপত্তা এবং বাধ্যতামূলক ভাবে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকলস’ বজায় রেখে এবং ডিজিটাল ইকোনমির কাজের নিশ্চয়তার জন্য।

একনজরে ২০ এপ্রিলের পর অনুমতিপ্রাপ্ত কাজকর্মের তালিকা

১ ) সব রকম পণ্য পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে তা সেটা অত্যাবশ্যকীয় হোক অথবা না হোক।

সত্যিই কি মুকুব তিন মাসের ইএমআই(EMI) ? রইল নানান প্রশ্নের উত্তর

২ ) কৃষি কার্যের মধ্যে রয়েছে কৃষিজাত পণ্য আহরণ, তা বাজারজাত করা মান্ডি এবং সরাসরি ও বিকেন্দ্রীকরণ বাজারের মাধ্যমে, সার উৎপাদন এবং বন্টন, কীটনাশক এবং বীজ, মৎস্য চাষ, পশুপালন পোল্ট্রি এবং চা কফি ও রাবার প্লান্টেশনের কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।

আরো সরকারি প্রকল্পের খবর জানতে এখানে ক্লিক করুন।

৩) গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে কিছু শিল্পকর্ম গ্রামে চলবে যেমন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, রাস্তা নির্মাণ, সেচ প্রকল্প, গ্রামে শিল্প প্রকল্পের নির্মাণকার্য, এম এন আর ই জি এ প্রকল্পের কাজ অগ্রাধিকার দেওয়া হবে সেচ ও জল সংরক্ষণে , গ্রামের কমন সার্ভিস সেন্টারের কাজ ইত্যাদির অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে পরিযায়ী শ্রমিকসহ গ্রামীণ শ্রমিকরা কাজের সুযোগ পাবে।

৪) উৎপাদন ক্ষেত্র এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠান যাদের অ্যাক্সেস কন্ট্রোল অনুমতি দেওয়া আছে এসইজেডএ, ইওইউ, শিল্পতলুক এবং ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ। সামাজিক দূরত্ব এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকলস বজায় রেখে তা করতে হবে। আইটি হার্ডওয়ার উৎপাদন এবং অত্যাবশ্যকীয় পণ্য এবং প্যাকেজিং কাজে অনুমতি দেওয়া হয়েছে। কয়লা খনি এবং তেল উৎপাদনের কাজে অনুমতি দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এইসব পদক্ষেপের ফলে শিল্প ও উৎপাদন ক্ষেত্র ঘুরে দাঁড়াবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। তবে এক্ষেত্রে ও সামাজিক দূরত্ব এবং নিরাপত্তা প্রটোকল বজায় রাখতে হবে। একইসঙ্গে আর্থিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ যেমন আর বি আই, ব্যাংক, এটিএম,সেবির নির্দেশমতো মূলধন ও ঋণের বাজার এবং বিমা কোম্পানিগুলি কাজ করবে। যাতে পর্যাপ্ত নগদ এবং ঋণের সহায়তা দেওয়া যায় শিল্প ক্ষেত্রকে ।

৫) ডিজিটাল অর্থনীতি পরিষেবা ক্ষেত্রের জন্য জাতীয় বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ । সেই অনুসারে ই-কমার্স অপারেশন, আইটি এবং আইটি এনাবল সার্ভিস, সরকারি কাজের জন্য ডেটা এবং কল সেন্টার এবং অনলাইন শিক্ষকতা ও দূরশিক্ষা সংক্রান্ত কাজকে অনুমতি দেওয়া হচ্ছে।

কৃষকদের জন্য সুখবর ! প্রধান মন্ত্রী কিষান মান্ধান যোজনা পেনশন প্রকল্প-এবার মাসে পান ৩০০০ টাকা পেনশন -Pmkmy Krishi Pension

৬) পরিবর্তিত এই গাইডলাইনে অনুমতি দেওয়া রয়েছে , সকল স্বাস্থ্য পরিষেবা এবং সামাজিক ক্ষেত্রের কাজ চলবে, কোন বাধা ছাড়াই পাবলিক ইউটিলিটির কাজ হবে, কোন বাধা ছাড়াই অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন হবে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের ও স্থানীয় প্রশাসনের অফিস খোলা থাকবে।

সরকারি নোটিফিকেশন দেখে নিন

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

২০ এপ্রিলের পর যে পরিষেবা বা কাজকর্ম করা যাবে দেখুন তার তালিকা।

আমাদের Lockdown After 20 April  বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

2 thoughts on “২০ এপ্রিলের পর যে পরিষেবা বা কাজকর্ম করা যাবে দেখুন তার তালিকা।”

    • lagbe ki lagbe na , seta apanr bank thik korbe. tobe motamuti vabe emi three month pore start hobe , etai rbi bolche.

      Reply

Leave a Comment