পশ্চিমবঙ্গ যুবশ্রী অর্পণ প্রকল্প। আবেদনের পদ্ধতি,যোগ্যতা এবং বিস্তারিত। ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা।

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবকদের স্বনির্ভর করার লক্ষ্যেএ এক নুতুন স্বনিযুক্তি প্রকল্প “যুবশ্রী ২ অর্পণ “( Yuvashree Arpan Scheme ) এর সূচনা করলেন , এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জী। এই প্রকল্পে যুবক যুবতীরা স্বনির্ভর হওয়ার জন্য ব্যাবসা করতে চাইলে , রাজ্য সরকার ১ লক্ষ্য টাকা সহায়তা করবে। এই প্রকল্পের প্রয়োজনীয় কাজকর্ম এবং আর্থিক সহায়তা করা হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর ( MSME ) থেকে। নিম্নে যুবশ্রী অর্পণ প্রকল্পের বিস্তারিত আলোচনা করা হলো।

yuvashree arpan scheme
যুবশ্রী অর্পণ প্রকল্প

যুবশ্রী অর্পণ প্রকল্পের সুবিধে ।

বর্তমানে পশ্চিমবঙ্গে বেকার যুবক জন্য প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া চালু আছে। এর জন্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এ আপনার নাম নথিভুক্ত থাকতে হবে। এবার বেকার দের আরো স্বনির্ভর করার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ৬ মার্চ ২০১৯ সূচনা করলেন যুবশ্রী অর্পণ প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী প্রতি বছর রাজ্যে ৫০০০০ হাজার যুবক যুবতী দের জন্য , মাথা পিছু ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করবে। এই টাকা দিয়া ওই যুবক বা যুবতী ব্যবস্যাবাণিজ্য বা শিল্প উদ্যোগ করে স্বনির্ভর হতে পারবে।

প্রকল্পের বৈশিষ্ট গুলি কি কি ?

এই যুবশ্রী অর্পণ প্রকল্পের অনেকগুলি বৈশিষ্ট আছে যেগুলি নিম্নরূপ।
১. যুবক বা যুবতীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২. যুবক বা যুবতীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যেও হতে হবে।
৩. বার্ষিক পারিবারিক আয় ৮ লক্ষ্যের মধ্যে থাকলে এই প্রকল্পে নির্বাচিত হবেন।
৪. এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এ নাম নথিভুক্ত থাকলে এবং এই. টি.আই বা এই ধরনের কারিগরি শিক্ষা থাকলে এই প্রকল্পে অগ্রাধিকার পাবেন। ৫. এই প্রকল্পের অধীনে সহায়তার জন্য ক্ষুদ্র ,ছোট , মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর প্রতি বছর ৫০০০০ হাজার রাজ্যের যুবক যুবতীদের বাছাই করে সাহায্য করবে।
৬. রাজ্যের যুবক যুবতীদের মাথা পিছু ১ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করা হবে।
৭. উৎপাদনমূলক , পরিষেবামূলক বা নুতুন ব্যবস্যাসহ যেকোনো স্বনিযুক্তি প্রকল্প এই যুবশ্রী অর্পণ প্রকল্পের সহায়তা প্রদান এর ক্ষেত্রে বিবেচিত হবে।
৮. প্রকল্পটি ক্ষুদ্র,ছোট ,মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তর ,পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বাস্তবায়িত করা হবে।

অন্যান্য সরকারি প্রকল্প জানুন নিচের লিংকে ক্লিক করে

প্রকল্পে আবেদন করার পদ্ধতি কি ?

এই প্রকল্পে আবেদন করার জন্য আপনি ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প দপ্তরে যোগাযোগ করতে পারেন। এখনো পর্যন্ত অনলাইন আবেদন পদ্ধতি বা কোনোরূপ ফর্ম দপ্তর থেকে দেওয়া হয়নি। তবে সূত্র অনুযায়ী ১ এপ্রিল ২০১৯ থেকে এই প্রকল্পে আবেদন করা যাবে বলে শোনা যাচ্ছে। ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প দপ্তরে গিয়ে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। এছাড়া eadir.msme-wb@nic.in এই আই ডি তে মেইল করে প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বা কিছু প্রশ্ন থাকলে করতে পারবেন।

আমাদের এই ওয়েবসাইট এর সাথে থাকুন , এই বিষয়ে আপডেট এলে আমরা আপনাদের জানিয়ে দেবো।

বিস্তারিত জানতে নিচের ভিডিও টি দেখে নিন।

আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

36 thoughts on “পশ্চিমবঙ্গ যুবশ্রী অর্পণ প্রকল্প। আবেদনের পদ্ধতি,যোগ্যতা এবং বিস্তারিত। ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা।”

  1. Amar Age 42.ami General. Ami ki aie sujag pabo. Ami Baker hoya Barita bosa achi . ami kano Baker bhata pai nei.

    Reply
  2. যুবস্রী অর্পণ অ্যাপ্লিকেশন এর সময় কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথা থেকে অ্যাপ্লিকেশন করবো

    Reply
  3. I AM GENERAL CAST. MY NAME IS SUPRIYO DAS .I AM UNEMPLOYER. YUBASHREE ARPAN 2 ER MADHOYOME 1LACS RUPEES PABO KIVABE? ETA KI LOAN NAKI AMDER MTO BEKAR YUBAKDER AARTHIK SAHAJYA?

    Reply
  4. 1st april 2019 yubasree অর্পণ এর জন্য নাম রেজিস্ট্রেশন করার কথা ছিল, শুরু হয়েছে কি, আমি iti পাশ করে বসে আছি, এই টাকা পেলে আমি নিজে কিছু কাজ করে খেতে পারবো

    Reply
  5. We are a group of volunteers and opening a new scheme in our community.
    Your website offered us with valuable info to work on. You’ve done
    an impressive job and our whole community will be thankful to
    you.18+ pics

    Reply

Leave a Comment