এবার বিয়েতে খরচ করুন দুহাত খুলে। ! বিবাহ লোন বা Marriage Loan দিচ্ছে SBI-সহ এই ব্যাঙ্কগুলি ৷

আমরা কম সকলেই বেশি বিবাহ লোন সম্পর্কে শুনেছি। কিন্তু এখন বিয়ের খরচের জন্য এখন ব্যাঙ্ক স্পেসিফিক লোন দিচ্ছে যার নাম দেওয়া হয়েছে ওয়েডিং লোন ( Marriage Loan) ৷ আগে লোন ওয়েডিং লোন একাউন্ট পার্সোনাল লোন একাউন্ট এর মধ্যেই হতো। তবে বর্তমানে একাধিক ব্যাঙ্ক ওয়েডিং লোন নামে আলাদা করে কেবল বিয়ের খরচের জন্যেই এই লোন দিচ্ছে ৷ ICICI, অ্যাক্সিস, এসবিআই ব্যাঙ্কের পাশাপাশি বাজাজ ফাইন্যান্স, টাটা ক্যাপিটাল স্পেশ্যাল ওয়েডিং লোন দিয়ে থাকে ৷ ওয়েডিং লোনে সুদের হার পার্সোনাল লোনের মতো বা তার থেকে একটু বেশি হয় ৷

marriage loan

ব্যাংক সাধারণত ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে, তবে তা নির্ভর করছে , সেল্ফ এমপ্লোয়েড বা স্যালারিড ব্যাক্তির মান্থলি ইনকামের উপর। এই লোনে কোনও পেমেন্ট চার্জ লাগে না ৷ এই সমস্ত লোনে ১০.৭৫ থেকে ১৯ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট লাগে ৷ বিবাহ লোনের সময় সীমা ১ থেকে ৫ বছর পর্যন্ত হয়ে থাকে ৷

তবে এটা ভাবার কোনো কারণ নেই যে ব্যাঙ্ক খুব সহজেই এই লোন দেবে। লোন দেওয়ার আগে ব্যাঙ্ক সমস্ত ব্যক্তির লোন এলিজিবিলিটি চেক করে থাকে ৷ ব্যক্তির মান্থলি ইনকামের হিসেবে তার এলিজিবিলিটি ঠিক করা হয়ে থাকে ৷ এরপরই নির্ভর করে রেট অফ ইন্টারেস্ট ও লোনের সময়সীমা ঠিক করা হয় ৷

পুরানো লোন থাকলে , এই লোন পেতে সমস্যা হতে পারে। ৷ তাই নতুন লোন নেওয়ার আগে পুরনো লোন মিটিয়ে নেওয়ায় ভাল ৷

এবার বিয়েতে খরচ করুন দুহাত খুলে। ! বিবাহ লোন বা Marriage Loan দিচ্ছে SBI-সহ এই ব্যাঙ্কগুলি ৷

আমাদের এই Download West Bengal Voter List পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

1 thought on “এবার বিয়েতে খরচ করুন দুহাত খুলে। ! বিবাহ লোন বা Marriage Loan দিচ্ছে SBI-সহ এই ব্যাঙ্কগুলি ৷”

Leave a Comment