বর্তমানে আপনারা সকলেই জানেন , আধার কার্ড একটি এটি গুরুত্বপূর্ণ বিষয়। গ্যাস সিলিন্ডারে ভর্তুকি, রেশনে ভর্তুকি সহ বেশ কয়েএকটি সামাজিক প্রকল্পে ও আধার কার্ড খুব প্রয়োজনীয়। কিন্তু সমস্যা হলো দীর্ঘদিন আধার কার্ড বাক্সবন্দি থাকার ফলে কাজের সময় সেটি খুঁজে পাওয়া যায় না। অথবা কোথাও নিয়ে যাওয়ার পথে হয়তো আধার কার্ড হারিয়ে গেছে। তাহলে তখন কি করবেন ? How to Print Aadhaar Card

এই আধার কার্ড হারিয়ে গেলে কি করবেন ?
অনেকদিন থেকেই আধার কার্ড পুনরায় পাওয়ার জন্য UIDAI পুনরায় আবেদনের অপশন রেখেছে এবং সেখান থেকে রিপ্রিন্ট করা যেতো। কিন্তু সে ক্ষেত্রে প্রয়োজন ছিল আধারের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত থাকা, তবেই রিপ্রিন্ট হতো। কিন্তু সেই নিয়মের এবার শিথিলতা আনলো কেন্দ্র সরকার। এখন আধার কার্ড এ মোবাইল নম্বর যুক্ত না থাকলেও পেয়ে যাবেন আধার কার্ড। আর এই রিপ্রিন্টের জন্য খরচ হবে মাত্র ৫০ টাকা।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
আধার কার্ড রিপ্রিন্ট করার পদ্ধতি। Aadhar Card Print Process .
আধারের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত না থাকা সত্ত্বেও আধার রিপ্রিন্ট করার জন্য আপনাকে যেতে হবে আধারের অফিশিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ এ। সেখানে Get Aadhaar নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে আরও একটি অপশন রয়েছে Aadhaar Reprint অথবা ক্লিক করুন এই লিঙ্কে https://resident.uidai.gov.in/order-reprint . এখানে আপনাকে বিধি সম্মতিকরণ সমস্ত কিছু জানানো হবে পাশাপাশি আধার রিপ্রিন্ট করার জন্য আপনাকে দিতে হবে আপনার আধার নাম্বারটি।
সরকারি প্রকল্পের খবর জানতে এখানে ক্লিক করুন। .
আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত থাকলে ক্যাপচা দেওয়ার পর Send OTP করে দিন। তাতে আপনার আধারের সাথে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটি OTP আসবে। সেটি নির্দিষ্ট জায়গায় দিতে হবে। আর যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে তাহলে ‘My Mobile number is not registered’ এর পাশে টিক দিয়ে দিন। টিক দেওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন একটি মোবাইল নাম্বার দেওয়ার জায়গা।
পশ্চিমবঙ্গের রেশন কার্ডের সমস্ত পদ্ধতি নুতন , সংশোধন এবং স্থানান্তরিত।

সেখানে আপনার যে কোন একটি মোবাইল নাম্বার দিয়ে Send OTP অপশনে ক্লিক করুন। আপনার দেওয়া মোবাইল নাম্বারে OTP চলে আসবে।তারপর সেই OTP নির্দিষ্ট জায়গায় দিয়ে পরবর্তী পর্যায়ে পৌঁছে যান। বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে আপনি আধার নাম্বার না দিয়ে ভার্চুয়াল আইডি অথবা ইআইডি দিতে পারেন।
আধার কার্ড প্রিন্ট এর সুম্পূর্ণ ভিডিও দেখুন এখানে ক্লিক করে।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

আমাদের এই Aadhaar Card Print বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আধার নাম্বার, এনরোলমেন্ট নাম্বার,ফোন নম্বর নষ্ট হয়ে গেছে কিভাবে আধার কার্ড ফিরে পাবো