UIDAI এর মতে বৈধ চার ধরণের আধার কার্ড গুলো কি কি ? Types Of Valid Aadhaar Card In India

বর্তমানে আধার কার্ড একটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন সরকারি সুবিধে বা ভর্তুকি এই সমস্ত কিছুই আধার কার্ড এর মাধ্যমে বিতরণ করা হয়। ইউনিক আউডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা UIDAI এর দ্বারা জারি করা ১২-সংখ্যার আধার নম্বর দেশের নাগরিকদের জন্য একটি বৈধ পরিচয়পত্রের প্রমাণ হিসাবে কাজ করে। আধার কার্ডের নং একই থাকলেও কার্ডটির বিভিন্ন ( ‘valid Aadhaar card’ ) ধরন রয়েছে।

আরও পড়ুন: জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন এবং স্বাস্থ্য আইডি কার্ড কি ?

বাসিন্দারা তাদের সুবিধার্থে আধারের যে কোনও প্রকারের ‘ valid Aadhaar card’ ব্যবহার বেছে নিতে পারেন এবং আধারের এই চার প্রকারের ব্যবহারই যথাযথ বৈধতার সঙ্গে পরিচয়ের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হবে বলে জানাল ইউনিক আউডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা UIDAI।

দেখে নেওয়া যাক বৈধ আধার কার্ড এর বিভিন্ন প্রকার গুলি

আধার চিঠি: আধার চিঠি যা আবেদন করার পরে পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে প্রেরণ করা হয়েছিল বা হয়। আধার তৈরি হয়ে গেলে আপনি নিবন্ধিত মোবাইলে একটি এসএমএসও (SMS)পাবেন ৷ এই ধরনের আধার কার্ড সবচেয়ে বেশি প্রচলিত।

UIDAI এর মতে বৈধ চার ধরণের আধার কার্ড গুলো কি কি ? Types Of Valid Aadhaar Card In India
types of valid aadhaar card in india

ই- আধার: UIDAI এর ওয়েবসাইড থেকে ডাউনলোড করে নেওয়া যেতে পারে ই-আধার ৷ একটি ই-আধার কার্ড আপনার আধার তথ্যটি সুরক্ষিতই থাকে। এটি আধার কার্ডের একটি ডিজিটাল সংস্করণ এবং কোনও ব্যতিক্রম ছাড়াই সারা দেশে এটি গ্রহণযোগ্য।

ই-আধারটি পিডিএফ (pdf) আকারে থাকে। এটি আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হয়।

valid aadhaar card

কী করে খুলবেন এই ই-আধারের পিডিএফ ?

পিডিএফ খোলার জন্য আপনার একটি পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ডটি আপনার নামের প্রথম চারটি অক্ষর বড় হাতে লিখতে হবে এবং জন্মের বছর দিতে হবে।

উদাহরণস্বরূপ: যদি আপনার নাম সাগর মাইতি এবং আপনার জন্ম বছর 1985 হয় তবে পাসওয়ার্ডটি SAGA1985 হবে।

আরও পড়ুন : আধার কার্ড হারিয়ে গেছে ? চিন্তা নেই , খুব সহজে পেয়ে যান নুতন একটি।

আধার পিভিসি কার্ড: নতুন আধার পিভিসি কার্ডটি বর্ধিত সুরক্ষা বৈশিষ্ট্য সহ আসে এবং এটি বহন করা আরও সুবিধাজনক।

সুরক্ষা বৈশিষ্ট্যগুলির মধ্যে ফটোগ্রাফ এবং ডেমোগ্রাফিক বিশদ সহ কিউআর কোড, হলোগ্রাম, প্রার্থীর ছবি, মুদ্রণের তারিখ, একটি আধার লোগো রয়েছে।

আপনার জব কার্ডের সুম্পূর্ণ বিবরণ দেখে নিন মোবাইল অথবা কম্পিউটার থেকে

UIDAI এটিকে পলিভিনাইল ক্লোরাইড (PVC) কার্ড হিসাবে পুনরায় মুদ্রণের অনুমতি দিয়েছে । এখন আপনি নিজের এটিএম বা ডেবিট কার্ডের মতোই আপনার ওয়ালেটে আধার কার্ডটি বহন করতে সক্ষম হবেন।

বৈধ আধার কার্ড

তবে পিভিসি আধার কার্ড কোনও বেসরকারী এজেন্সি দ্বারা বৈধ নয়। আপনি যদি অনলাইন আধার ওয়েবসাইটে গিয়ে পিভিসি কার্ডের জন্য আবেদন করেন , তবে সেই কার্ডটি বৈধ হবে।

আরও পড়ুন : বাড়ীর মোবাইল থেকেই আবেদন করুন রেশন কার্ড। 

m-Aadhaar : এম-আধারও সম্পূর্ণ বৈধ ।এমনকি আপনার একটি রঙিন মুদ্রণের প্রয়োজন নেই। এছাড়াও, আপনার পৃথক আধার কার্ড লেমিনেশন বা প্লাস্টিকের আধার কার্ডের দরকার নেই। এম আধার এর জন্য আপনাকে এম আধার এর মোবাইল এপ্লিকেশন টি ডাউনলোড করে রাখতে হবে আপনার স্মার্ট ফোন এ।

types of valid aadhaar card in india

যদি আপনি আপনার আধারটি হারিয়ে ফেলেছেন তবে আপনি https://eaadhaar.uidai.gov.in থেকে বিনামূল্যে এটি ডাউনলোড করতে পারেন ।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

UIDAI এর মতে বৈধ চার ধরণের আধার কার্ড গুলো কি কি ? Types Of Valid Aadhaar Card In India

আমাদের এই  বৈধ আধার কার্ড পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ পোস্ট গুলি দেখুন

2 thoughts on “UIDAI এর মতে বৈধ চার ধরণের আধার কার্ড গুলো কি কি ? Types Of Valid Aadhaar Card In India”

Leave a Comment