পুলিশ আটকালে লাগবে না আর গাড়ির কাগজ -ডিজিট্যাল এপ্লিকেশন দিয়ে চলবে কাজ।

কেন্দ্রীয় মোটর যানবাহন বিধিমালা ১৯৮৯-এ কিছু পরিবর্তন করা হয়েছে । ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির যাবতীয় নথির ডিজিটাল ফর্ম্যাট গ্রহন করার জন্য সব রাজ্য সরকারগুলিকে অনুরোধ জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী mobile application DigilockermParivahan ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশান সার্টিফিকেট ও বিমার নথি দেখাতে পারবেন।

পি টি টি এই সূত্রে জানা যাচ্ছে দেশ জুড়ে ১ অক্টোবর থেকে এই নিয়ম লাগু হবে।

একই সাথে সেই নথির সত্যতা যাচাই করতে eChallan অ্যাপ ব্যবহার করবেন ট্রাফিক পুলিশ ও ট্রান্সপোর্ট দপ্তরের কর্মীরা।

digilocker mparivahan

নতুন নিয়মে রাস্তাঘাটে কাগজপত্রের ব্যবহার কমাতে চাইছে কেন্দ্র। এছাড়াও নতুন নিয়মে গাড়ির কাগজ আটকে রেখে পুলিশ হুমকি দিতে পারবেন না।

আইন মাফিক যে পরিমান টাকা চালান কাটা প্রয়োজন, তার থেকে পুলিশ একটি টাকাও বেশি চাইতে পারবে না।

স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করেই যেকোনো সময় গাড়ির মালিকরা রাস্তাঘাটে গাড়ির রেজিস্ট্রেশান সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ফিটিনেস পার্মিট এবং পলিউশান পরীক্ষা সহ গাড়ি সংক্তান্ত সব আইনি কাগজ পত্র দেখাতে পারবেন।

এবার থেকে একগুচ্ছ কাগজ নিয়ে গাড়ির মালিকদের গাড়ির সাথে ঘুড়ে বেড়াতে হবে না। ডিজিটাল ফর্ম্যাটে সব নথি স্টোর করে রাখা যাবে।

আধার কার্ড হারিয়ে গেছে ? চিন্তা নেই , খুব সহজে পেয়ে যান নুতন একটি।

সরকারী কর্মীরা গাড়ির নিথি দেখতে চাইলে, রাস্তায় ডিজিটাল কপি দেখালে তা গ্রায্য করা হবে।

কিভাবে দেখানো যাবে গাড়ির ডিজিটাল নথি

তবে শুধুমাত্র DigilockermParivahan এই দুটি অ্যাপ ব্যবহার করে ডিজিটাল নথি দেখানো যাবে

তবে এই তথ্য অন্য কোন অ্যাপ ব্যবহার করে দেখালে তা গ্রাহ্য হবে না।

mobile application digilocker mparivahan

Mobile Application Digilocker ও mParivahan এই দুটি অ্যাপ Android ও iOS ডিভাইসে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

তবে বিবৃতিতে জানানো হয়েছে যে , এই ডিজিটাল নথি ইন্টারনেট কানেকশান ব্যবহার করে দেখালে তবেই গ্রাহ্য হবে।

এই নথি অফলাইনে দেখালে বা অ্যাপ এর স্ক্রিনশট দেখালে, তা ট্রাফিক পুলিশ অথবা পরিবহন দপ্তরের কর্মীরা গ্রাহ্য করবেন না ।

প্রত্যহিক জীবন যাপন এ গাড়ির সমস্ত কাগজ পত্র সঙ্গে রাখা ও তার সঠিক সংরক্ষণ ছিল বড়ই দুস্কর। ভুলে যাওয়ার সাথে সাথে হারিয়ে ফেলা তো সাধারণ সমস্যা। যা সমস্ত নাগরিকের জীবনযাপন এ আনবে আমূল পরিবর্তন।

আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

কিছু গুরুত্বপূর্ণ পোস্ট :

নতুন রেশন কার্ড তৈরীর আবেদন পদ্ধতি জেনে নিন

জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন এবং স্বাস্থ্য আইডি কার্ড কি ?

সরকারি পরিষেবার খাজনা এবার বাড়ি থেকে মোবাইল এপ্লিকেশন

ভূমি দপ্তরের নুতুন মোবাইল এপ্লিকেশন জমির তথ্য

1 thought on “পুলিশ আটকালে লাগবে না আর গাড়ির কাগজ -ডিজিট্যাল এপ্লিকেশন দিয়ে চলবে কাজ।”

Leave a Comment