আবারও সময়সীমা বাড়লো Aadhar PAN Card Link করার ।

আয়কর দপ্তর নিজেদের কাজকে আরো মজবুত করার জন্য এই পদক্ষেপ নিয়েছে। এই প্রক্রিয়াটি বেশ কিছুদিন ধরেই চলছে গোটা ভারত জুড়ে অনলাইন এর মাধ্যমে। বিশেষ করে যাদের পুরানো প্যান কার্ড আছে তাদের জন্যই এই পক্রিয়া। নুতন করে যাদের প্যান কার্ড হচ্ছে তাদের আধার এবং প্যান এর লিংক শুরু থেকেই হয়ে থাকছে।

এই আধার এবং প্যান এর লিংক এর যে সময়সীমা ছিল তা আবারো বর্ধিত করা হলো।

Aadhar PAN Card Link

করোনা পরিস্থিতিতে আমজনতার সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

আয়কর দফতরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এদিন সন্ধ্যা ৭টা ৫৪ নাগাদ টুইট করে নতুন সময়সীমা জানানো হয়। নিম্নে সেই টুইট টি দেওয়া হলো।

এর আগে ৩১ মার্চ-২০২১ পর্যন্ত সময়সীমা স্থির করা হয়েছিল। লিংক না করলে ১০০০ টাকা জরিমানা করা হবে বলেও জানানো হয়েছিল।

কিন্তু, করোনা পরিস্থিতির কারণে অনেকেই সময় মতো সংযুক্তিকরণের কাজ করে উঠতে পারেননি। সেই কারণেই সময়সীমা আরও বর্ধিত করা হল।

আরও জানুন : নতুন রেশন কার্ড তৈরীর আবেদন পদ্ধতি জেনে নিন

এই নিয়ে বেশ কয়েকবার আধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্ক করার সময়সীমা বর্ধিত করল কেন্দ্র। তাই আর দেরি করবেন না।আশা করা যাচ্ছে এটাই হতে পারে শেষ সুযোগ।

সময় থাকতেই জরুরি কাজ সেরে রাখুন। নয় তো লেনদেনে সমস্যা হবে, গুনতে হবে জরিমানাও।

কীভাবে অনলাইনে Aadhar PAN Card Link করবেন?

১. আয়কর দফতরের e-filing পোর্টাল-এ যান। সেখানে Quick Links-এর মধ্যে Link Aadhaar বলে অপশন পাবেন।

২. পরের পেজে আপনার আধার নম্বরপ্যান নম্বর নির্দিষ্ট স্থানে টাইপ করতে হবে। দিতে হবে নাম।

৩. ক্যাপচা ভরতে হবে।

৪. Link Aadhaar অপশনে ক্লিক করুন। আধার এবং প্যান এর লিংক -এর কাজ সম্পূর্ণ হয়ে যাবে এরপর বাকি কাজ আয়কর দফতরের হাতে।

আরও জানুন : আধার কার্ড হারিয়ে গেছে ? চিন্তা নেই , খুব সহজে পেয়ে যান নুতন একটি।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

আবারও সময়সীমা বাড়লো Aadhar PAN Card Link করার ।

আমাদের এই Aadhar PAN Card Link পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

Leave a Comment