Bikash Bhavan Scholarship or Swami Vivekananda Merit cum Means Scholarship

মেধাবী অথচ আর্থিক ভাবে অসচ্ছল ছাত্র ছাত্রী দের পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তর প্রতিবছর স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপের মূল নাম স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপ (Swami Vivekananda Merit cum Means Scholarship কিন্তু সকলের কাছে পরিচিত বিকাশ ভবন Bikash Bhavan Scholarship নামে। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাস করে নতুন কোর্সে ভর্তি হয়েছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

এই স্কলারশিপ আবেদন অনলাইনে করা যায়।একবার আবেদনের পরবর্তী বছর রিনিউ করতে হয়।

bikash bhavan scholarship

স্বামী মী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

  • ছাত্র বা ছাত্রী কে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • পারিবারিক বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
  • যে সমস্ত ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক, UG, PG, ডিপ্লোমা কোর্সে এই বছর ভর্তি হয়েছে তারা এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
  • নূন্যতম নম্বর থাকলে তবেই আবেদন করা যাবে। নূন্যতম নম্বর নিম্নে দেওয়া হলো।
বর্তমান কোর্সের নাম নূন্যতম নম্বর স্কলারশিপ এর
পরিমান
উচ্চমাধ্যমিক (XI+XII)মাধ্যমিকে 75% নাম্বারপ্রতি মাসে
1000 টাকা
Undergraduate (Engineering / Medical/ Honours /GNM / Para-medical)উচ্চমাধ্যমিকে 75% নাম্বারপ্রতি মাসে
5000 টাকা
ডিপ্লোমা (পলিটেকনিক)মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকে 75% নাম্বারপ্রতি মাসে
1500 টাকা
পোস্ট গ্রাডুয়েশন গ্রাডুয়েশন কোর্সে 53% নাম্বারপ্রতি মাসে 2000 থেকে 5000 টাকা

SVMCM বা Bikash Bhavan Scholarship অনলাইন আবেদন পদ্ধতি।

এই স্কলারশিপ পাওয়ার জন্য স্বামী মী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।

প্রথমে ছাত্র বা ছাত্রীকে রেজিস্টার্ড করতে হবে। তারপর প্রথম ধাপে লগ ইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

তথ্য সঠিক ভাবে পূরণ করার পর বেশ কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে হবে। যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে তা নিম্নরূপ।

নবান্ন স্কলারশিপ আবেদন পদ্ধতি ,যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র। – Nabanna Scholarship

  • শেষ পরীক্ষার মার্কশিট এর উভয় দিক
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • শেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড
  • ইনকাম সার্টিফিকেট
  • ইনকাম সার্টিফিকেট এফিডেভিট
  • আধার/রেশন/ভোটার কার্ড
  • ব্যাংকের পাশ বই-এর প্রথম পাতা।

এবার আবেদন ফাইনালাইজ করার পর, আবেদনকারীকে ওয়েবসাইট থেকে ‘Head of the Institution Verification Certificate‘ ডাউনলোড করতে হবে, যেটিতে আবেদনকারীর নিজস্ব Application ID থাকবে। সেটা Head of the Institution-কে দিয়ে সই করাতে হবে।

দ্বিতীয় ধাপে Application ID ও Password দিয়ে Login করে Head of the Institution Verification Certificate, যথাস্থানে স্বাক্ষর করানোর পর এর স্ক্যান করে আপলোড করতে হবে।

এই স্কলারশিপের সম্পূর্ণ আবেদন পদ্ধতি অনলাইনে। তাই অনলাইনে আবেদন করার পর কোন ডকুমেন্ট কোথাও জমা দিতে হবে না। আবেদনকারী ড্যাশবোর্ডে নিজের আবেদনের স্ট্যাটাস দেখতে পারবে।

SVMCM বা Bikash Bhavan Scholarship এর হেল্পলাইন

স্কলারশিপের অনলাইন আবেদনের সময় কোন সমস্যা হলে অথবা অন্যান্য কোন জরুরী তথ্যের জন্য‌ SVMCM স্কলারশিপের হেল্পলাইনে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করার জন্য helpdesk.svmcm-wb@gov.in ঠিকানায় ইমেল পাঠাতে পারো অথবা 18001028014 (টোল ফ্রি) নাম্বারে ফোন করতে পারো।

Bikash Bhavan Scholarship or Swami Vivekananda Merit cum Means Scholarship

SVMCM বা Bikash Bhavan Scholarship এর স্কলারশিপের রিনিউয়াল আবেদন

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের Renewal আবেদন এর জন্য ছাত্র-ছাত্রীদের Application ID ও Password (গত বছর অনলাইন আবেদনের সময় প্রাপ্ত) দিয়ে www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর উপরে উল্লেখিত ধাপগুলি অনুযায়ী Renewal আবেদন করতে হবে।

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক কোর্সে (Class XI), গ্রাজুয়েশনের প্রথম বছরে অথবা পলিটেকনিকের প্রথম বছরে 60% নাম্বার পেয়েছে তারা এই স্কলারশিপ Renewal করার যোগ্য। পোস্টগ্রাজুয়েট (PG) কোর্সের জন্য সর্বনিম্ন 50% নাম্বার প্রথম বছর পেতে হবে, তবেই পরের বছরের জন্য Renewal আবেদন করা যাবে।

SVMCM স্কলারশিপের অনলাইন Renewal আবেদনের সময় আবেদনকারীকে শেষ স্কুল/কলেজ/ইউনিভার্সিটি পরীক্ষার মার্কশিট স্ক্যান করে আপলোড করতে হবে। যদি সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হয় তাহলে দুটি সেমিস্টারের মার্কশিট একসাথে স্ক্যান করে আবেদন করতে হবে। যেমন, (1st সেমিস্টার + 2nd সেমিস্টার) মার্কশিট দ্বিতীয় বর্ষে Renewal আবেদনের জন্য।

আবেদন শুরুর বা শেষের তারিখ সম্পর্কে জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট এ ভিসিট করুন।

আমাদের এই Bikash Bhavan Scholarship বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

32 thoughts on “Bikash Bhavan Scholarship or Swami Vivekananda Merit cum Means Scholarship”

  1. sir amar hs 67% marks chilo tai ami ei scholarship apply korini. akhon 1st year e 75%marks ache to sir ami ki eta korar joggo? please must reply sir

    Reply
  2. Renewal করার পর কি কোনো doccument college এ জমা দিতে হবে কিংবা অন্য কিছু করতে হবে কি ?

    Reply
  3. sir ami 16.9.2019 date a svmcm scholarship apply korachilam akono taka paini tahale ami ki r taka pabo ni please bolun

    Reply
  4. Sir Ami Madhyamik 2019 a 80.5%Mark’s peyechilam ,ar ai scholarship er jonno apply korechilam ,
    Application id – SSP2019050600955408
    Kintu Ami Akhono Taka ta paini , please janaben sir Ami taka ta pacchi na keno

    Reply
  5. আমি মাধ্যমিক পরীক্ষায় 76.14% mark’s পেয়েছি। I want to apply for the scholarships

    Reply
  6. Sir আগের পাসওয়ার্ড টা না থাকলে কি ফ্রম টা রিনুয়াল করা যাবে না? প্লিজ, বলুন।

    Reply
  7. স্কলারশীপ sanctioned দেখানোর কত দিন পর টাকা ঢোকে please বলবেন

    Reply
  8. Sir I have passed his examination in 2020, I have a gap in my study for 1year if I have applicable marks ,then next year if I want to continue my study in honors level can I get Bikash bhavan scholarship?

    Reply
  9. Sir ami 2020ta HS dia6i ,Amar 90%number acche Ami jodi 2021a honors level a porasuna korte chai ami ki Bikash bhavan scholarship ar jonno apply korte pari?

    Reply
  10. Sir ami 2020ta HS dia6i ,Amar 90%number acche ,Ami jodi 2021a honors level a porasuna korte chai ami ki Bikash bhavan scholarship ar jonno apply korte pari?

    Reply
  11. Sir I have passed HS exam with 90%marks if I have a gap in my study for 1year and then next year I want to continue my studies in honors level can I get Bikash bhavan scholarship? please give me the answer

    Reply
  12. Sir, আমি পল্লবী ২০২০ সালে উচচ মাধ্যমিক দিয়েছিলাম এবং ২০২১ এ কলেজে ভর্তি হয়েছি। তাহলে ২০২১ এ বিকাশ ভবন স্কলারশিপ করা যাবে না। তাহলে কমেন্ট করে জানালে আমি খুব উপকৃত হইব।

    Reply
  13. Sir, আমি পল্লবী ২০২০ সালে উচচ মাধ্যমিক দিয়েছিলাম। ২০২১সালে কলেজে ভর্তি হয়েছি। তাহলে আমার বিকাশ ভবন স্কলারশিপ কী হবে, না হবে না? দ্বায়া করিয়া একটু বলিয়া দেবেন।

    Reply
  14. Sir ,আমি ২০২০ সালে উচচ মাধ্যমিক দিয়েছিলাম। কিন্তু ২০২১ সালে কলেজে ভর্তি হয়েছি। স্যার তাহলে ২০২১ সালে বিকাশ ভবন স্কলারশিপ হবে কী হবে না? দয়া করিয়া একটু বলিয়া দেবেন। প

    Reply

Leave a Comment