মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application

মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে (Chief Minister’s Relief Fund) অর্থ সাহায্যের আবেদন জানানোর প্রক্রিয়া আরও সহজ করল রাজ্য সরকার। এজন্য একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে। ত্রাণ তহবিল থেকে সাহায্য পেতে এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। অনলাইনে (Online) আবেদনের সঙ্গে সঙ্গে আবেদনকারীর মোবাইল ফোনে যাবে একটি SMS। তা থেকে আবেদনকারী নিশ্চিত হতে পারবেন যে তাঁর আবেদন গ্রহণ করা হয়েছে। পুরো বিষয়টির তত্ত্বাবধান হবে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে। আবেদন পত্রের সত্যতা জেলা প্রশাসনকে দিয়ে যাচাই করিয়ে দ্রুত সাহায্য তুলে দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তির আবেদনে যদি কোনও ত্রুটি থাকে বা আরও AF প্রয়োজন পড়ে, তাও জানিয়ে দেওয়া হবে আবেদনকারীকে।

যদিও এটি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রকল্প , কিন্তু ছাত্র ছাত্রীদের কাছে এটি নবান্ন স্কলারশিপ নামেই পরিচিত।

Nabanno Scholarship Online Application

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পাওয়ার শর্তাবলী Rule for Nabanno Scholarship Online Application

  1. আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. বার্ষিক পারিবারিক আয় ১,২০,০০০/- টাকার বেশি নয় ৷
  3. একই কোর্স এর জন্য কোনো সরকারি / বেসরকারি বৃত্তি / উপবৃত্তি উপভোগ করা যাবে না।

নবান্ন স্কলারশিপ পাওয়ার একাডেমিক যোগ্যতা Educational Qualification for Nabanno Scholarship Online Application

  1. পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো বোর্ড / কাউন্সিল / বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের / উচ্চ মাধ্যমিক বা সমমানের / আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যেকোনো প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হবে।<
  2. উচ্চ মাধ্যমিক স্তরে / আন্ডার গ্র্যাজুয়েট স্তরে আর্থিক সহায়তার জন্য যথাক্রমে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা / উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মোট ৫০% এবং তার বেশি কিন্তু ৬০% -এর কম নম্বর অর্জন করতে হবে।
  3. স্নাতকোত্তর স্তরে সহায়তার জন্য ৫০% এবং তার বেশি কিন্তু গ্র্যাজুয়েশনে মোট ৫৩% এর কম নম্বর নিশ্চিত করতে হবে।

আবেদন করার সময় নিম্নলিখিত বিবরণগুলি আপনার নাগালের মধ্যে রাখুন

  • ছাত্র / ছাত্রীর নাম ( মাধ্যমিক বা সমতুল পরীক্ষার এডমিট কার্ড অনুযায়ী )
  • অভিভাবকের নাম
  • বয়স
  • মাধ্যমিক বা সমতুল পরীক্ষার রোল নম্বর এবং বছর
  • পিন কোড নম্বর সহ সম্পূর্ণ ঠিকানা
  • মোবাইল নম্বর এবং আবেদন করার সময় মোবাইলটি আপনার হাতের কাছে রাখতে হবে
  • ই-মেইল আইডি (ঐচ্ছিক)
  • ছাত্র / ছাত্রীর নিজস্ব চালু সেভিংস ব্যাঙ্ক একাউন্টের তথ্য সমূহ : (অ্যাকাউন্ট নম্বর, IFS কোড, ব্যাঙ্কের নাম এবং শাখা)

ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপ প্রোগ্র্যাম

কেন্দ্রীয় সাহায্য প্রাপ্ত জাতীয় সংগতি তথা মেধা বৃত্তি প্রকল্প

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ | বিকাশ ভবন স্কলারশিপ | সম্পূর্ণ আবেদন পদ্ধতি

সংখ্যালঘু পড়ুয়া দের ঐক্যশ্রী বৃত্তি যোজনা

SC ST OBC ছাত্র ছাত্রী দের স্কলারশিপ

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি

  • ছাত্র-ছাত্রীর পারিবারিক আর্থিক দূরবস্থা ও বর্তমানে কি পড়ছে জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিজ হাতে লেখা আবেদন পত্র। ( সম্পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর থাকা আবশ্যিক এবং ই-মেইল আইডি থাকলে উল্লেখ করতে হবে )।
  • মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নির্বাচিত স্থানীয় জনপ্রিতিনিধির ( সাংসদ / বিধায়ক ) সুপারিশপত্র৷
  • যথাযোগ্য কর্তৃপক্ষের ( পূর্ণমন্ত্রী / প্রতিমন্ত্রী / জেলাশাসক / মহকুমাশাসক / বি ডি ও / যুগ্ম বি ডি ও / মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার / মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষেত্রে ডেপুটি কমিশনার অথবা কোনো উর্ধতন অফিসার) নিকট থেকে বার্ষিক / মাসিক পারিবারিক আয়ের শংসাপত্র।
  • ছাত্র / ছাত্রীকে একই পড়াশুনার ক্ষেত্রে কোনো সরকারী / বেসরকারী সাহায্য পেয়েছে কিনা ও বর্তমানে কোথায় কী পড়াশুনা করছে জানিয়ে একটি স্ব-ঘোষণাপত্র ( Self declaration )। এই ঘোষনা পত্রে প্রতিস্বাক্ষর ( countersigned ) করবেন বর্তমান স্কুল / কলেজ / বিশ্ববিদ্যালয়ের প্রধান।
  • মাধ্যমিক বা সমতুল পরীক্ষার এডমিট কার্ড
  • যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষার ( qualification examination ) মার্কশিট। উচ্চ-মাধ্যমিক স্তরে আর্থিক সহায়তার জন্য যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হল মাধ্যমিক বা সমতুল; স্নাতক স্তরে আর্থিক সহায়তার জন্য যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হল উচ্চ-মাধ্যমিক বা সমতুল এবং স্নাতকোত্তর স্তরে আর্থিক সহায়তার জন্য যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হল স্নাতক।
  • ডাক্তারী / ইঞ্জিয়ানিয়ারিং / আইন / নার্সিং / ফার্মেসি / ডিপ্লোমা ইঞ্জিয়ানিয়ারিং প্রভৃতি পেশাদারী শিক্ষার ( professional course ) ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার র‍্যাঙ্ক কার্ড ( Rank Card )।
  • উপরোক্ত পেশাদারী শিক্ষার ( professional course) ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার এলোটমেন্ট লেটার ( Allotment Letter )।
  • ছাত্র-ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পৃষ্ঠা যেখানে A/c No., IFSC No. এবং A/c holder -এর নাম স্পষ্টভাবে দৃশ্যমান।
  • বর্তমান শিক্ষাবর্ষের / সেমিস্টারের ভর্তির রসিদ

উপরের প্রতিটি কাগজ পত্র পিডিএফ (pdf) ফরম্যাটে প্রতিটি 500 kb এর নিচে হতে হবে

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

কেন্দ্রীয় সাহায্য প্রাপ্ত জাতীয় সংগতি তথা মেধা বৃত্তি প্রকল্প -NMMSE 2021

আমাদের এই নবান্ন স্কলারশিপ পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

1 thought on “মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application”

Leave a Comment