বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023

বর্তমানে পশ্চিমবঙ্গে 3541 টি বাংলা সহায়তা কেন্দ্র আছে পশ্চিমবঙ্গ সরকার আরও 1461 টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র স্থাপন করবে। এর ফলে প্রতিটি পঞ্চায়েতে একটি করে বাংলা সহায়তা কেন্দ্র থাকবে। এর জন্য এই বি. এস. কে ( BSK) কেন্দ্র গুলিতে প্রায় 3 হাজার কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কর্মী নিয়োগের নোটিফিকেশন নং -21-PAR(BSK)/BSK-57/2022 dt. 15.03.2023

BSK Recruitment 2023

আপনি যদি এই বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ পোস্টের জন্য আবেদন পত্র জমা করতে চান তাহলে আপনাকে মিনিমাম টুয়েলভ পাস হতে হবে এবং কমপক্ষে ৬ মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তবেই কিন্তু আপনি এই পোষ্টের জন্য আবেদন পত্র জমা করতে পারবেন।

বাংলা সহায়তা কেন্দ্রে পদের নাম

ডাটা এন্ট্রি অপারেটর (DEO) বাংলা সহায়তা কেন্দ্রের জন্য ।

মোট শূন্যপদ -BSK Recruitment 2023

সব মিলিয়ে মোট 2922 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

এই পদের জন্য এ মাসিক বেতন

সরকার নির্ধারিত নির্দিষ্ট বেতন পাবে বাংলা সহায়তা কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটর রা।

আবেদনের বয়স বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩

আবেদনকারীর বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে।

আবশ্যিক যোগ্যতা Bangla Sahayata Kendra Recruitment 2023

  • এই পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
  • কমপক্ষে 6 মাসের কম্পিউটার কোর্স করা থাকতে হবে।
  • আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।

বাংলা সহায়তা কেন্দ্র পদ্ধতি ২০২৩

লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১০০ নম্বরের এম. সি. কিউ প্রশ্ন হবে এবং ৫০ নম্বরের কম্পিউটার টেস্ট হবে। এর পর ১:২ অনুপাতে ভাইবা এর জন্য ডাকা হবে।

BSK Recruitment 2023 এর আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। ওয়েবেল টেকনোলজির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
অফলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না।আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

প্রয়োজনীয় ডকুমেন্টস ( নথিপত্র ) বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ এর জন্য।

  • বয়সের প্রমাণপত্র।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ।
  • জাতিগত শংসাপত্র
  • জাতিগত শংসাপত্র
  • বসবাসের প্রমাণপত্র
  • কম্পিউটার সার্টিফিকেট
  • অভিজ্ঞতার শংসাপত্র
  • পাসপোর্ট সাইজ ছবি
  • অন্যান্য নথিপত্র

বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল নোটিফিকেশন

আবেদন করার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

BSK Recruitment 2023

বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

Leave a Comment