স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।

Student Credit Card পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ( Bhabisyat Credit Card Scheme)। রাজ্যে বেকার যুবক-যুবতীদের কর্ম সংস্থানের লক্ষ্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Future Credit Card) প্রকল্প আনছে সরকার।

এই নতুন প্রকল্পের আওতায় ১৮ থেকে ৪৫ বছরের যুবক-যুবতীদের এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করবে রাজ্য। রাজ্যের মোট ২ লক্ষ বেকার যুবক-যুবতী এই প্রকল্পে উপকৃত হবেন বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী।

এই প্রকল্পে দু’লক্ষ যুবক যুবতীদের আর্থিক সহায়তা বাবদ ৫ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। রাজ্য সরকার মোট ঋণের ১০ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভরতুকি প্রদান করবে। সেই সঙ্গে ১৫ শতাংশ পর্যন্ত আর্থিক গ্যারান্টি দেবে। এই প্রকল্পে মোট ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আবেদন যোগ্যতা:

  • ১) ভারতীয় নাগরিক, গত ১০ বছর ধরে পশ্চিম বঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • ২) বয়স ১৮-৪৫ বছর হতে হবে।
  • ৩) পরিবার পিছু একজন। (পরিবার বলতে স্বামী ও স্ত্রী কে বোঝানো হয়েছে।)
  • ৪) যে কোনো ব্যবসা (দোকান ও অন্যান্য ব্যবসা ) / পরিষেবা মূলক / উৎপাদন মূলক শিল্প, এছাড়াও পোল্ট্রি ফার্ম, ছাগল পালন সহ আরও নানাবিধ ব্যবস্যা করার জন্য ৫ লাখ টাকা পর্যন্ত লোন পাবেন।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কীমের অর্থনৈতিক সহায়তা

সর্বাধিক প্রকল্প মূল্য ৫ লক্ষ টাকা।

মার্জিন মানি হিসেবে প্রত্যেক খণ গ্রহীতা কে প্রকল্প মূল্যের ১০% দশ শতাংশ) ভর্তুকি দেওয়া হবে, যার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা পর্যন্ত। খণ দাতা ব্যাঙ্ক দ্বারা কোনো প্রকার জামানত বা গ্যারান্টার দাবি করা হবে না।

আবেদন পত্রের সাথে যে যে নথি জমা করতে হবে। :

  • ১) নিজের সচিত্র পরিচয় পত্র
  • ২) বসবাসের প্রমান পত্র
  • ৩) বয়সের প্রমান পত্র
  • ৪] ব্যাঙ্ক পাস বই
  • ৫) প্যান কার্ড (যদি থাকে
  • ৬) ট্রেড লাইসেন্স (যদি থাকে)
  • (৭) প্রজেক্ট রিপোর্ট

Vabishyat Credit Card কিভাবে আবেদন করতে হবে

আবেদন করার জন্য ইচ্ছুক তরুণ/তরুণী ভিডিও অফিস /এস ডি ও অফিস এবং দুয়ারে সরকার ক্যাম্প এ যোগাযোগ করতে পারেন।

অনলাইন এ আবেদন করার জন্য আপনাকে Bhabisyat Credit Card Portal এর মাধ্যমে আবেদন করতে হবে।

কারা এই সরকারি স্কিম (Future Credit Card) এ আবেদন করতে পারবেন না।

১) কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকুরীজীবি।
২) ব্যাঙ্ক বা কোনো অর্থনৈতিক সংস্থাতে খণ খেলাপি ব্যক্তি ।

কোন কোন প্রকল্পের জন্য লোন পাওয়া যাবে।

স্কিম এ বিভিন্ন প্রজেক্ট এর জন্য বিভিন্ন রেট হতে পারে । তবে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা মোট প্রকল্প মূল্য হতে পারে। আপনাকে সেই ভাবেই প্রজেক্ট রিপোর্ট করে জমা করতে হবে। নিচের লিস্ট টি দেখে এই বিষয়টি আপনি বুঝতে পারবেন।

Bhabisyat Credit Card
Bhabisyat Credit Card Scheme

আবেদন পত্র পাওয়ার জন্য এখানে ক্লিক করুন

সরকারি নোটিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন

আরও বিস্তারিত জানার জন্য নিকটবর্তী বি ডি ও অফিসে অথবা জেলা শিল্প কেন্দ্রে যোগাযোগ করুন। এছাড়াও ভিসিট করেত পারেন wbmsmet.gov.in অথবা www.myenterprisewb.in

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড

বাংলা সহায়তা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড -৫ লক্ষ টাকা লোন কেন্দ্র নিয়োগ পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

1 thought on “স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।”

Leave a Comment