Manobik Prokolpo In West Bengal 2018

Manobik Prokolpo 2018 : শারীরিকভাবে অক্ষম শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য রাজ্য সরকারের নুতুন প্রকল্প ” মানবিক প্রকল্প “ । ২০১৮ -১৯ অর্থবর্ষের প্রথম থেকে শুরু হচ্ছে এই প্রকল্প।

এই প্রকল্পের প্রয়োজনীয় যোগ্যতা : 

ক) 50% বা তার বেশি প্রতিবন্ধকতা শংসাপত্র!

খ) পারিবারিক ইনকাম বাৎসরিক এক লক্ষ টাকা বা তার থেকে কম!

গ) নির্দিষ্ট ফরমে অঞ্চলের মানুষ BDO সাহেবকে / পৌর বাসিন্দা SDO সাহেবকে দরখাস্ত করবেন!

ঘ)  বয়স নূন্যতম ১০ বৎসর

Manobik Prokolpo
প্রয়োজনীয় কাগজপত্র :

ক) প্রতিবন্ধী শংসাপত্র জেরক্স Self Attested ।
খ) ভোটার কার্ড / আধার কার্ড জেরক্স Self Attested।
গ) প্রধানের কাছ থেকে বা পৌর পিতার কাছ থেকে স্থায়ী বাসিন্দা ১০ বছর বা তার বেশি ।
ঘ) ইনকাম সার্টিফিকেট ১ লক্ষ বা তার কম ।
ঙ) ব্যাংক পাস বই জেরক্স Self Attested ।
চ) শিশুর ক্ষেত্রে তার প্রতিবন্ধী শংসাপত্র ও আধার কার্ড এর সাথে পিতার সমস্ত কাগজপত্র জেরক্স ও Self Attested ।

আবেদন পত্র পাওয়া যাবে সংশিলষ্ট ব্লক , পৌরসভা বা পঞ্চায়েত থেকে।

গুরুত্তপূর্ণ লিংক :

ক)  মডেল আবেদন পত্র ।

খ) সরকারি ওয়েবসাইট ।

মানবিক প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিডিও টি দেখুন ।

অন্যান্য সরকারি প্রকল্প :

রূপশ্রী প্রকল্প |              সামাজিক সুরক্ষা যোজনা 

বি: দ্রঃ আগে যারা প্রতিদ্বন্দ্বী ভাতা পাচ্ছেন তারাও এই প্রকল্পে আসতে পারবেন , তবে ছাড়তে হবে আগের ভাতা। এতদিন প্রতিবন্দি ভাতা পেতে হলে নূন্যতম বয়স হতে হতো ১৮ বৎসর , এই প্রকল্পের ফলে আসা করা যাচ্ছে এই সমস্যা অনেকটাই মিটবে।

আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

36 thoughts on “Manobik Prokolpo In West Bengal 2018”

    • আমার দিদির ফর্ম জমা করেছি একবছর আগে, যে 100‰
      Handicap। কোন টাকা পাইনি। কোথায় যোগাযোগ করব?

      Reply
  1. Is Manobik pension started yet? if not when it will be started? how could the disable person be informed about crediting account ?

    Reply
  2. মানসিক প্রতিবন্ধী 75% হলে এই ভাতা পাওয়ার যজ্ঞ কিনা,

    Reply
  3. আমি আগে থেকে প্রতিদ্বন্দ্বী হিসিবে 600 টাকা করে পাই প্রতিমাসে।এখন যদি মানবিক প্রকলবে টাকা পেতে শুরু করি তাহলে পরবর্তী কালে এই মানবিক প্রকল্বপ টা বন্ধ হয়ে যাবে নাতো??

    Reply
  4. আমার বাবা অক্ষম মানে বাবার হার্টের অপারেশন করায় তিনি কিছু করতে পারেন না তাহলে তিনি কি পাবেন এই সুবিধা.

    Reply
  5. Sir I have applied for the manobik prokolpo pension scheme in august.but I haven’t got any confirmation message or pension.plz guide me what should I do.when I received confirmation message or pension .

    Reply
    • My son,TANMOY BASAK, is mentally retarded alonwith physical disability well above 60% limit. I am a non-working widow and as such applied for granting aid in the MANABIK prakalpa and the duly completed application( including attested copies of Aadhar Card, EPIC,Ration Card and Bank Pass Book) was submitted at the respective counter at South Dum Dum Municipality on 25/09/2018, but no communication is received from any end till date.It is learnt on enquiry from the South Dum Dum Municipality that the status of my application could be obtained only from the Office of the SDO, Barrackpur,North 24-Parganas.It is difficult on my part to reach Barrackpur for this purpose and as such I would humbly pray to your honour to inform me the status of my application either at my mobile no.9830737839 or at the email id mentioned in the specified column.

      Reply
  6. Dear sir ami 2018march mase manobik jnno aply korechilm.but vata chalu hoini.onkbar BDO offc e jogajog kori.takhn bdo offc theke bole je amar account numbr typing er golmal ache.r se golmal ta block e je madam manobik er kaj koren tini sei vulta koren.pore tar sathe jogajog kora hole tini janan je tini seta thik kore diyechen.kichu month pore taka na dukai abr BDO offc e jogajog korle bole account passbook uptodate korte.tao krlam but taka dukheni.tarpor abar bdo offce e jogajog kori.tarpor bdo offc theke bole je handicap card e vul ache.abr natun kore form fill up krte bole.amake puro one year harashment korai.takhn ora bolte partona je handicap card e vul ache.bdo saheb nije handicap card dekhe bolechen.handicap card validity ses hoini.but ekhn bolche validity nei.

    Block offce address:-
    Simlapal
    Bankura

    Reply
    • Amitav Babu apnar somossyar kotha bujhlam, but amra sudhu matro govt scheme er information diyea thaki. apnake ei bepare kivabe help korete pari balun.

      Reply
  7. মানবিক অল অ্যাপ্লিকেশন দিয়েছি এখনো টাকা পাচ্ছি না

    Reply
  8. আমি একজন শারীরিক প্রতিবন্ধী, আমার প্রতিবন্ধকতার ধরণ অস্থিসংক্রান্ত, আমার মানবিক ফর্ম এখনো জমা দিতে পারিনাই কততারিখ পর্যন্ত জমা দেয়া যাবে?

    Reply
  9. বাবা সরকারী চাকরি করতেন
    এখন অবসর প্রাপ্ত। আমি ছেলে ৮০/: প্রতি বন্ধী। তাহলে কি আমি পেতে পারি

    Reply

Leave a Comment