রূপশ্রী প্রকল্প কি ,কেন এবং কিভাবে আবেদন করবেন ? আবেদন পত্র সমেত

Rupashree Prakalpa 2018 : ২০১১ সালে ক্ষমতায় এসে রাজ্যে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাল্যবিবাহ রুখতে ও কন্যা সন্তানদের স্কুলে পাঠাতে বিশেষ সহায়ক হয়েছে এই প্রকল্প। সাফল্যের নিরিখে বিশ্বের দরবারে স্বীকৃতিও পেয়েছে কন্যাশ্রী। এবার দুঃস্থ পরিবারের মেয়েদের বিয়েতে প্রত্যক্ষ সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার।

৩১ জানুয়ারি ২০১৮ তারিখে রাজ্য বাজেটে ২০১৮-১৯ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মাননীয় অর্থমন্ত্রী ,আর্থিক দুর্দশাগ্রস্ত পরিবারের প্রাপ্তবয়স্ক কন্যাদের এককালীন ২৫০০০ টাকা অনুদানের ঘোষণা করেছেন।
দেখাগেছে এই পরিবারগুলি মেয়েদের বিবাহের সময় অনেক সময়ই অতন্ত্য চড়া সুদে টাকা ধার নিতে বাধ্য হন। এই অনুদান রূপশ্রী প্রকল্প নামে দেওয়া হবে যার লক্ষ্য হলো মেয়েদের বিবাহের সময় দরিদ্র পরিবার যে আর্থিক সমস্যার সুমুক্ষীন হন তা হ্রাস করা। এই প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

রূপশ্রী প্রকল্প কি ,কেন এবং কিভাবে আবেদন করবেন ? আবেদন পত্র সমেত
রূপশ্রী প্রকল্প ২০১৮

রূপশ্রী প্রকল্পের অধীনে বিয়ের দিন ঠিক হওয়ার পর ফর্ম পূরণ করতে হবে পাত্রীকে।বিয়ের ন্যূনতম ৩০ দিন আগে আবেদন করতে হবে। আয়ের শংসাপত্র, পাত্রীর বয়সের শংসাপত্র, পাত্রের সম্পর্কে তথ্য দিয়ে আবেদন করতে হবে। এরপর তথ্য খতিয়ে দেখে তবেই দেওয়া হবে এই টাকা। ১ এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর হচ্ছে বলে বৈশাখ মাসে যাঁদের বিয়ে তাঁদের পরিবার আবেদন করার সময়সীমায় ছাড় পাবে। সেই ফর্ম যাচাই করে বিয়ের ৫ দিন আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে প্রাপ্য টাকা।পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকা বা তার কম এমন পরিবারের প্রাপ্তবয়স্ক তরুণীরা বিয়ে করলে এই প্রকল্পের অধীনে এককালীন ২৫ হাজার টাকা করে পাবেন

নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর এর মূল দায়িত্বে রয়েছে। প্রসঙ্গত, কন্যাশ্রীর প্রকল্পে অভাবনীয় সাফল্য পাওয়া গেছে। মেয়েদের স্কুলছুটের সংখ্যা অনেক কমে গেছে। নাবালিকা বিয়ের হারও কমেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, দারিদ্র‌্যতার কারণেই হোক বা অজ্ঞতার কারণে, কন্যাশ্রীর সাফল্যের পরেও অনেক নাবালিকার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। নাবালিকা বিয়ে রুখতেই মুখ্যমন্ত্রী এই রূপশ্রী প্রকল্পের সূচনা করেন। কন্যাশ্রী প্রকল্পে যেমন মেয়েরা পড়াশোনা করলে অর্থ পাওয়া যায়, রূপশ্রীর ক্ষেত্রে ১৮ বছর বয়স হলে শুধু মেয়ের বিয়ের জন্যই এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে।শ্রমিক দের সুরক্ষা দেওয়ার জন্য এই সরকার সামাজিক সুরক্ষা যোজনা নাম আরও একটি গুরুত্তপূর্ণ প্রকল্প চালু করেছেন এই সরকার।

কোথায় মিলবে ফর্ম?

রূপশ্রী প্রকল্পের ফর্ম মিলবে বিভিন্ন সরকারি দফতর থেকে।

১. বিডিও অফিস

২. মহকুমা শাসকের দফতর

৩. পুর নিগমের কমিশনারের দফতর

৪. সরকারি ওয়েবসাইট

কী কী নথি লাগবে?

রূপশ্রী প্রকল্পের ফর্মের সঙ্গে জমা দিতে হবে বেশ কিছু নথি।

১. জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেটের প্রত্যয়িত প্রতিলিপি।

২. জমা দিতে হবে পাত্রের বিস্তারিত তথ্য

৩. বিয়ের কার্ড বা অন্য কোনও প্রমাণ

৪. আবেদনকারী স্বেচ্ছায় বিয়ে করছেন বলে স্বীকারোক্তি দিতে হবে

৫. ভোটার আইডি কার্ড ও আধার কার্ড

৬. ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত

বুঝতে অসুবিধে হলে এই ভিডিও টি দেখুন

কী ভাবে মিলবে টাকা?

সমস্ত নথি জমা দিলে তা খতিয়ে দেখবেন সরকারি আধিকারিক। সব তথ্য নির্ভুল হলে বিয়ের ঠিক ৫ দিন আগে পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে টাকা।

সরকারি অফিসের পাশাপাশি ওয়েবসাইটেও ফর্ম  পেতে এখানে ক্লিক করুন 

বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক :

১. সরকারি গাইডলাইন

২. প্রয়োজনীয় কাগজপত্র

৩. আবেদন পত্র ( সরকারি অফিস থেকে যাচাই করে নেবেন)

৪.সরকারি ওয়েবসাইট 

আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

26 thoughts on “রূপশ্রী প্রকল্প কি ,কেন এবং কিভাবে আবেদন করবেন ? আবেদন পত্র সমেত”

  1. আমাদের বাড়িতে এক জনের April মাসে বিয়ে হোয়েছে । এখন যদি আবেদন করি রুপশ্রি প্রকল্পে।সুবিধা কি পাওয়া যাবে?প্লিজ জানাবেন।

    Reply
  2. Sir Ami rupashree praklpa from filaf koracha amer taka dhakani Kano ba Ami ki vaba dakbo j from ta kotay acha .I am shyamoli das

    Reply
    • পাত্রীর ভোটের কার্ড না থাকলে কি আবেদন করা যাবে??? বাকি সব ডকুমেন্টস আছে…….

      Reply
    • স্যার আমি একটা ব্যাবসা করতে চাই সেই জন্য আমার কিছু টাকা দরকার বিডিও অফিসে গিয়ে ছিলাম কিন্তু FRAM দেয় না বলে BANK ke যাও। BANK গিয়ে বললাম আমাদের কে SAMIBIBEKANANDA লেন কী আমরা পাবে বললেন না । দিবনা তাহলে আমরা কি করব !

      Reply
  3. Sir আমার কাছে সমস্ত document আছে কিন্তু বিয়ের মাত্র ১০ দিন বাকি ।আমি কি জমা দিতে পারবো।

    Reply
  4. এর জন্য আবেদনকারীকে কোনো প্রকার ফি বা চালান কাটতে হয় কি?

    Reply
  5. স্যার একবার রিজেক্ট হয়ে গেলে আবার নতুন করে জমা দেবা যায় কি??

    Reply
  6. Sir sir amar ruposhree form joma deoya 100 din hoye gecha but taka to akhono ase ni tahole kichu ki kora jaba

    Reply

Leave a Comment