বাজারে আসছে কেন্দ্রের ১০০০ টাকা মাসিক পেনশন প্রকল্প। The central government is going to bring new pension scheme in india

করোনা কালে গোটা বিশ্বের সাথে ভারত আর্থিক সংকটের মধ্যেও পড়েছিল। তবে কিছুটা হাল ফিরেছে ভ্যাকসিন আবিষ্কারের পর। এবার ভেঙে পড়া অর্থনীতিকে সচল করতে তাই সচল করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার। আর এই কারণেই কেন্দ্র সাধারণ মানুষের জীবন যাত্রা কে সহজ করতে নিয়ে আসতে চলেছে সরল পেনশন প্রকল্প new pension scheme in india .

new pension scheme in india

New pension scheme in india এর মাধ্যমে মাসে অন্তত ১০০০ টাকা পেনশন দেওয়ার কথা ভাবছে কেন্দ্র সরকার, এমনটাই জানা গেছে বিশেষ সূত্রের খবরে। বিমা নিয়ন্ত্রক সংস্থা ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়ার (IRDAI) তরফ থেকে সেই মর্মে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি সমস্ত জীবন বিমা সংস্থাকে নতুন পলিসি আনার ব্যাপারে নির্দেশও দেওয়া হয়েছে ।

জানা গেছে, এই নতুন প্রকল্প থেকে শুধুমাত্র পেনশনের সুবিধা পাওয়া যাবে। । তার বাইরে অন্য কিছু নয়।

বার্ষিক ৮.৫ শতাংশ হারে সুদ, সাথে নানারকম সুযোগ -পোস্ট অফিসের সেভিংস স্কিম অ্যাকাউন্টে ৷

সূত্রের খবর, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী নতুন পেনশন প্রকল্পে মাসে ন্যূনতম ১০০০ টাকা পেনশন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
তবে এক্ষেত্রে গ্রাহককে এককালীন অর্থ জমা দিতে হবে।
ন্যূনতম বরাদ্দ মাত্রা ২ লক্ষ টাকার নীচে রাখা হবে বলে ইঙ্গিত মিলেছে।

কেন্দ্রীয় বিমা নিয়ন্ত্রক সংস্থার নতুন প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে ?

  • গ্রাহকরা চাইলে এক মাস, তিন মাস, ছ-মাস অন্তর পেনশন গ্রহণ করতে পারবেন।
  • 2.বছরে একবার পেনশন পাওয়ার ব্যবস্থাও রাখা হবে।
  • 3.যে কোনো গ্রাহকই এই মাধ্যমে আমরণ পেনশন ভোগ করবেন।
  • গ্রাহকের মৃত্যু হলে প্রকল্পের প্রিমিয়ামে যে এককালীন অর্থ জমা দেওয়া হয়েছিল তার পুরোটাই ফেরত পাওয়া যাবে। পাবেন নির্দিষ্ট নমিনি।

পশ্চিমবঙ্গের সকলের জন্য পেনশন ‘জয় বাংলা’ – উপকৃত হবেন ৬০ লক্ষ মানুষ।

তবে এক্ষেত্রে কোনোরকম মৃত্যুকালীন আর্থিক সুবিধার বন্দোবস্ত থাকবে না বলেই জানিয়েছে কেন্দ্রীয় বিমা নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া যুগ্ম ভাবে জয়েন্ট পলিসি করার সুযোগও থাকছে কেন্দ্রের এই নতুন সরল পেনশন প্রকল্পে।

এই নুতন সরল পেনশন প্রকল্প এলে পেনশন স্কিম সংক্রান্ত নানা জটিলতা মিটবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

বাজারে আসছে কেন্দ্রের ১০০০ টাকা মাসিক পেনশন প্রকল্প। The central government is going to bring new pension scheme in india

এই পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

OTG BANGALএর অন্যান্য পোস্ট :

Leave a Comment