বার্ষিক ৮.৫ শতাংশ হারে সুদ, সাথে নানারকম সুযোগ -পোস্ট অফিসের সেভিংস স্কিম অ্যাকাউন্টে ৷

বর্তমানে আমাদের দেশে নানারকম পোস্ট অফিসের সেভিংস স্কিম এর সুযোগ সুবিধে পাওয়া যায় , সেরকম অনেক ধরণের একাউন্ট আছে। বর্তমানে পোস্ট অফিসে প্রায় ৮ ধরনের সেভিংস অ্যকাউন্ট আছে ৷ সেই সকল একাউন্ট এর বিস্তারিত বিবরণ পাওয়ার জন্য (www.indiapost.gov.in) ওয়েবসাইট এ ভিসিট করুন ৷ পোস্ট অফিস সূত্রের খবর বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টের বিভিন্ন স্কিমে পাওয়া যাবে ৮.৫ শতাংশ পর্যন্ত সুদ ৷

লাভজনক পোস্ট অফিসের স্কিম গুলি দেখে নিন একঝলকে :

১) ডাকঘর মাসিক আয় যোজনা ৷
২) সাময়িক জমা ৷
৩) মেয়াদি জমা ৷
৪) সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট ৷
৫) ১৫ বর্ষীয় সর্বজনীন ভবিষ্যত নিধি খাতা ৷
৬) জাতীয় সঞ্চয় যোজনা ৷
৭) কিষান বিকাশপত্র ৷
৮) সুকন্যা সমৃদ্ধি যোজনা

পোস্ট অফিসের স্কিম

নিচে প্রতিটি স্কিমের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো : 

১) ডাকঘর মেয়াদি জমা খাতা : এই সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসে সর্বনিম্ন ১০ টাকা জমা করতে পারেন ৷ সুদ পাওয়া যাবে জমা টাকার ৭.৩ শতাংশ হারে সুদ পাওয়া যাবে ৷ প্রয়োজন হলে এই সেভিংস অ্যাকাউন্টে থেকে প্রায় ৫০ শতাংশ জমা টাকা তুলে নেওয়া যেতে পারে ৷

২) মাসিক আয় প্রকল্প : যেকোনও ব্যাক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারেন ৷ এই অ্যাকাউন্টে ৭.৩ শতাংশ হারে সুদ পাওয়া যাবে সাথে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে একাউন্ট ট্রান্সফার করার সুবিধাও রয়েছে ৷

৩) কিষাণ বিকাশপত্র : এই প্রকল্পে জমা টাকা আড়াই বছর পরে তোলার সুবিধে আছে ৷ যার মধ্যে ৭.৭ শতাংশ হারে সুদ পাওয়া যাবে ৷ জমা করা টাকা ৯ বছর ১০ মাস অর্থাৎ ১১৮ মাস পরে দ্বিগুণ হয়ে যায় ৷

পোস্ট অফিসের স্কিম

৪) ১৫ বছরের পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড : সর্বনিম্ন ১০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ একটি আর্থিক বছরে ১ লক্ষ টাকা পর্যন্ত সর্বাধিক রাখা যাবে ৷ মিলবে একাধিক সুবিধে ৷ বার্ষিক ৮ শতাংশ হারে সুদ পাওয়া যাবে ৷ মাসে কমপক্ষে ৫০০ টাকা থেকে জমা দেওয়া যাবে ৷

৫) জাতীয় সঞ্চয় সার্টিফিকেট : এই একাউন্ট থেকে বছরে ৮ শতাংশ হারে সুদ পাওয়া যাবে ৷ ১০০ টাকা বা তার বেশি এনএসসি পাওয়ার সুবিধা রয়েছে ৷

পোস্ট অফিসের স্কিম

৬) সুকন্যা সমৃদ্ধি প্রকল্প : এই অ্যাকাউন্টে একটি আর্থিক বছরে কমপক্ষে ২৫০ টাকা বা ১,৫০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে ৷ কন্যা সন্তান জন্মের ১০ বছরের মধ্যে এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ ৮.৫ শচাংশ হারে বার্ষিক সুদ পাওয়া যাবে এবং কন্যার বয়স ২১ বছর হলেই এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ৷

আজই এই সুযোগের সদ্বব্যবহার করতে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করুন। এবং পেয়ে যান বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টের বিভিন্ন স্কিমে পাওয়া যাবে ৮.৫ শতাংশ পর্যন্ত সুদ ৷

আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

otg bangla

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

2 thoughts on “বার্ষিক ৮.৫ শতাংশ হারে সুদ, সাথে নানারকম সুযোগ -পোস্ট অফিসের সেভিংস স্কিম অ্যাকাউন্টে ৷”

Leave a Comment