প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা পাওয়া শুরু হতে চলেছে। Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana

Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana : কেন্দ্রীয় বাজেটে ঘোষিত প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পে , প্রতি কৃষক পরিবারের অ্যাকাউন্টে তিন কিস্তিতে ২০০০ টাকা করো মোট ৬০০০ টাকা সরকার সরকার দেওয়ার কথা। কৃষি মন্ত্রক থেকে প্রাপ্ত খবর অনুযায়ী , এই প্রকল্পে তথ্য যাচাই এর কাজ শুরু হয়েছে। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত যতজন চাষির তথ্য যাচাই হয়ে যাবে, তাঁদের অ্যাকাউন্টে ২৪ ফেব্রুয়ারি প্রথম কিস্তির টাকা জমা পড়বে ৷ এখন ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার (NIC) চাষিদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করছে, তাই বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা চলছে।

Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana
Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana

২৪ এ ফেব্রুয়ারি গোরক্ষপুরে প্রধানমন্ত্রী এর কৃষাণ সমাবেশ আছে , সেখানেই প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সরকারি উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। ওই দিন তিনি বোতাম টিপে প্রায় এক কোটি চাষির অ্যাকাউন্টে এক সঙ্গে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেবেন ৷ শোনা যাচ্ছে , ভোটার আগেই দু কিস্তির টাকা অর্থাৎ মোট ৪০০০ টাকা প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের আওতায় দেশের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের অ্যাকাউন্টে ঢুকতে পারে ।এই প্রকল্পে মোট ১২.৫০ কোটি মানুষ সুবিধে পাবেন। পশ্চিমবঙ্গে এই ধরনের একটি প্রকল্প আছে ,যার নাম কৃষক বন্ধু প্রকল্প।

প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা পাওয়া শুরু হতে চলেছে। Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana

Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana তে কারা টাকা পাবেন

এই প্রকল্পে টাকা পেতে হলে ২ হেক্টরের কম জমি থাকতে হবে। প্রকল্প বিশেষ করে ক্ষুদ্র , প্রান্তিক চাষীদের আয় এ সহায়তা করার জন্য তৈরি। এই প্রকল্পে অনুদানের টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক একাউন্ট এ পৌঁছে যাবে। প্রকল্পের নিয়ম অনুযায়ী কোন পরিবার এই প্রকল্পের সুবিধে পাবে তা State Government and UT Administration মিলে ঠিক করবেন। এখানে পরিবার বলতে স্বামী , স্ত্রী এবং মাইনর শিশু কে বলা হচ্ছে।

Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana
প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা পাওয়া শুরু হতে চলেছে। Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana

কারা বাদ যাবেন : (এক্ষেত্রে নিচের লিস্ট এ পড়ছেন এবং বেশি ইনকাম ব্যাক্তি )

  • বেশি আয় যুক্ত জমির মালিক কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। যদিও আয়ের উর্দ্ধসীমা কিছু বলা নেই।
  • চাষীর পরিবারের কেউ যদি সাংবিধানিক কোনো পদে , যুক্ত ছিলেন বা আছেন ।
  • কোনো সরকারি চাকুরীজীবি বা অবসরপ্রাপ্ত চাকুরীজীবি এই প্রকল্পের সুবিধে পাবেন না। তবে পেনশনের পরিমান ১০০০০ হাজার টাকার নাইস হলে পাবেন।
  • মন্ত্রী থেকে পঞ্চায়েত প্রধান কেউ এই প্রকল্পের সুবিধে পাবেন না। রাজ্যসভা, লোকসভা , বিধানসভা , মুনিসিপিলিটি বা পঞ্চায়েত এর কোন মেম্বার এই প্রকল্পের সুবিধে পাবেন না। 5.যে ব্যাক্তি গত বছর ইনকাম ট্যাক্স দিয়েছে , তিনি এই প্রকল্পে থাকতে পারবেন না।
  • কোনো প্রফেশনাল ব্যাক্তি , যেমন : ডক্টর, উকিল, ইঞ্জিনিয়ার এই প্রকল্পের আওতায় থাকবেন না।

আরও পড়ুন : অসংগঠিত শ্রমিকদের জন্য পেনশন প্রকল্প কেন্দ্র সরকারের।

কিভাবে এই প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পে নুতন নাম তুলবেন।

এই প্রকল্পে নাম রেজিস্ট্রেশন না থাকলে , আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়েও আধার নং দিয়া এবং জমির তথ্য দিয়া নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করুন

এই প্রকল্পের সরকারি ওয়েবসাইট এর জন্য এখানে ক্লিক করুন।

কিভাবে অনলাইন আবেদন করবেন জেনে নিন 👇

আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি

আরও পড়ুন : আপনার স্বপ্নের বাড়িতে কেন্দ্র সরকারের ২ লক্ষ ৬৭ হাজার টাকা ভর্তুকি। 

আরও পড়ুন : মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মহিলা সমৃদ্ধি যোজনা

16 thoughts on “প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা পাওয়া শুরু হতে চলেছে। Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana”

  1. Bol chilam ai kaj ta korar jonno csc id thaka ki dorkar
    Karon jara csc id theke kaj korche tader payment nicche ar 1ta farmer id dicche
    But amni simpil vabe try korle farmer id dicche na

    Reply
  2. Plz contact me whats app number 9093230241 ba apnar jodi kono whqts app group thake ai somosto online kajer jonno ta hole link din plz

    Reply
  3. মহাশয়, অনুগ্রপূর্বক আমাকে এই প্রকল্পে একটু জাইগা করে দিন। আমার এই অর্ধ ভুক্ত পরিবার একটু শান্তি পাই।

    Reply

Leave a Comment