জেনারেল সংরক্ষণ ১০ শতাংশ EWS Certificate In West Bengal কিভাবে পাবেন

অন্যান্য রাজ্যের মতো এবার পশ্চিমবঙ্গেও চালু হয়ে গেলো জেনারেল দের ১০ শতাংশ সংরক্ষণ (Economically Weaker Section Reservation or EWS Certificate In West Bengal) বা জেনারেল কাস্ট সার্টিফিকেট। এই সংরক্ষণ এর ফলে অর্থাৎ যারা এর মধ্যেও পড়বেন তারা সরকারি চাকুরী এবং শিক্ষা ক্ষেত্রে এবার থেকে এই বিশেষ সুবিধে পাবেন। এই বিষয়ে ০২/০৭/২০১৯ তারিখে সরকারের পক্ষ থেকে সফল মিটিং শেষে নবান্ন থেকে ০৯/০৭/২০১৯ তারিখে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আসুন দেখে নিই এই সুবিধে নিতে বার উস সার্টিফিকেট পেতে হলে আপনাকে কি ই করতে হবে এবং কি কি শর্ত পূরণ করতে হবে।

EWS Certificate In West Bengal

EWS Certificate In West Bengal কারা কারা পাওয়ার যোগ্য।

১. যে সমস্ত মানুষ SC ,ST বা OBC এর মধ্যে পড়েন না।
২. যে সমস্ত পরিবারের বাৎসরিক পারিবারিক আয় ৮ লক্ষ্য টাকার নিচে।
৩. যে সমস্ত ব্যাক্তি নিচের কোনোটির মধ্যে পড়েন না
a) ৫ একর বা তার বেশি চাষাবাদের জমি আছে।
b) ১০০০ sq. ft এর বেশি বসত বাড়ি আছে।
c)মুনিসিপিলিটি এরিয়া তে ১০০ sq. yards বা তার বেশি বসবাসের জন্য প্লট বর্তমান।
d) মুনিসিপিলিটি এরিয়া বাদে অনান্য জায়গায় তে ২০০ sq. yards বা তার বেশি বসবাসের জন্য প্লট বর্তমান।
বি:দ্রঃ উভয় জায়গায় বসবাসের প্লট থাকলে তা যুক্ত করে ধরা হবে।

EWS Certificate In West Bengal আবেদন করার পদ্ধতি

আপনাকে একটি নির্দিষ্ট আবেদন পত্র (Annexure A) পূরণ করতে হবে এবং সাথে প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করে , উপযুক্ত দপ্তরে জমা করতে হবে।

জেনারেল সংরক্ষণ ১০ শতাংশ EWS Certificate In West Bengal কিভাবে পাবেন

আবেদন পত্রের সাথে কি কি জমা দেবেন।

১) ভোটার কার্ড বা নাগরিক এর প্রমান পত্র , আবেদনকারী / পিত মাতার
২) প্যান কার্ড নিজের অথবা পিত মাতার।
৩) জন্ম সার্টিফিকেট অথবা এডমিট কার্ড (মাধ্যমিক বা সমতুল পরীক্ষার )
৪) পে স্লিপ ( নিজের অথবা পিত মাতার ) -যদি থাকে।
৫)ইনকাম সার্টিফিকেট
৬) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
৭) জমির রেকর্ড , পর্চা অথবা দলিল।
৮) সব কাস্ট সার্টিফিকেট প্রধান , চেয়ারম্যান অথবা কাউন্সিলর ( যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য )
৯) পারিবারিক আয় , স্থায়ী সম্পতি এবং সাব কাস্ট এর জন্য , নির্দিষ্ট বয়ানে (Annexure B) সেলফ সার্টিফিকেট।

প্যান কার্ড কিভাবে আবেদন করবেন।

আবেদন পত্র কোথায় জমা করবেন ?

গ্রামীণ এলাকায় ব্লক অফিস এ , মুনিসিপিলিটি এলাকায় মহকুমা শাসক এর অফিসে এবং KMC এরিয়ার জন্য DWO, kOLKATA
আবেদন করার পর আপনি একটি রিসিভ কপি পাবেন। ২ সপ্তাহ এর মধ্যে নির্দিষ্ট দপ্তর থেকে আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে ইন্সপেকশন হবে এবং তার রিপোর্ট নির্দিষ্ট দপ্তরে জমা পরে যাবে।
এবার তার কিছুদিনের মধ্যে আপনি নির্দিষ্ট বয়ানে (Annexure C) সার্টিফিকেট পেয়েও যাবেন।

কোথা থেকে ইসু হবে এই সার্টিফিকেট

গ্রামীণ এলাকায় জেলা শাসক অথবা অতিরিক্ত জেলা শাসক , মুনিসিপিলিটি এলাকায় মহকুমা শাসক এর অফিসে এবং KMC এরিয়ার জন্য DWO,kOLKATA

সরকারি নোটিফিকেশন টি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

EWS Certificate In West Bengal

আমাদের এই জেনারেল সংরক্ষণ ১০ শতাংশ বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

8 thoughts on “জেনারেল সংরক্ষণ ১০ শতাংশ EWS Certificate In West Bengal কিভাবে পাবেন”

    • block e ekbar khobar niyea dekhun kono from ready koreche kin na , jadi na kore thake then ekhan theke download korleo hobe. eta govt. format

      Reply
  1. আমাদের পশ্চিমবঙ্গে এটা এখনো চালু হয়নি ,
    আমরা দফতরে গিয়ে ফিরে এসেছি অনেক বার
    ,কী হবে আমাদের?

    Reply

Leave a Comment