এর আগে রাজ্যের শিক্ষার্থীদের জন্য বেশ কিছু প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। এবার সেই তালিকায় যোগ হল আরও এক নাম- মেধাশ্ৰী স্কলারশিপ। রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) পড়ুয়াদের জন্য নয়া প্রকল্প মেধাশ্ৰী। বৃহস্পতিবার ‘মেধাশ্রী’ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুদুয়ার থেকে প্রকল্পের বিষয়ে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার ওবিসি পড়ুয়াদের বৃত্তির টাকা বন্ধ করে দিয়েছে। সেই দায়িত্ব রাজ্যই নেবে।’

মুখ্যমন্ত্রী জানান, ‘বাংলায় ১৭ শতাংশ ওবিসিদের জন্য সংরক্ষণ আছে। আমাদের সরকার এসে এটা করেছি। তবে কোনও জেনারেল কাস্টের কোটা থেকে নিইনি। ওবিসির জন্য প্রজেক্ট ছিল। স্কলারশিপ পেত ওরা। কেন্দ্রীয় সরকার সেটাও বন্ধ করে দিয়েছে। ৮০০ টাকা করে পেত।
মেধাশ্রী স্কলারশিপ কী?
পশ্চিমবঙ্গ সরকারের মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে অন্যান্য অনগ্রসর শ্রেণির পড়ুয়ারা আর্থিক সুবিধা পাবে। রাজ্য প্রতি বছর তাঁদের ৮০০ টাকা করে বৃত্তি দেবে।
মেধাশ্ৰী স্কলারশিপ কবে চালু হয়?
2023 সালের জানুয়ারী মাসে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে।
কত জন পড়ুয়া এর সুবিধা পাবেন?
প্রতি বছর আনুমানিক প্রায় ২ লক্ষ ৬৩ হাজার প্রাক-মাধ্যমিক পড়ুয়া মেধাশ্ৰী স্কলারশিপ অধীনে ৮০০ টাকা বৃত্তি পাবেন। এর আগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ওবিসি পড়ুয়ারা কেন্দ্রীয় সরকারের বৃত্তি পেত। সেটি বন্ধ হওয়াতেই এই সিদ্ধান্ত।
মেধাশ্রী প্রকল্পের যোগ্যতা
- ছাত্র ছাত্রীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ছাত্র ছাত্রীদের অবশ্যই OBC বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর হতে হবে।
- ছাত্র ছাত্রীদের অবশ্যই রাজ্য/কেন্দ্র/বিদ্যালয় /ইনস্টিটিউশন এ পড়তে হবে।
মেধাশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?
কোন ছাত্র-ছাত্রী যদি মেধাশ্ৰী স্কলারশিপ এ আবেদন করতে চান তাহলে তাদেরকে এই ডকুমেন্টগুলো জমা করতে হবে অথবা সাথে রাখতে হবে:
- ওবিসি শংসাপত্র
- পরীক্ষার মার্কশিট
- রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
- আধার কার্ড
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
- কালার ছবি
কিভাবে মেধাশ্রী প্রকল্পে আবেদন করা যাবে ?
অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে স্কলারশিপ এর জন্য আবেদন পত্র পূরণ করতে হবে। শিক্ষাশ্রী স্কলারশিপ এর পোর্টাল থেকেই আবেদন করা যাবে।
এর আগে রাজ্যের শিক্ষার্থীদের জন্য বেশ কিছু স্কলারশিপ চালু করেছেন মুখ্যমন্ত্রী।
- কন্যাশ্রী: বাংলার মেয়েদের উচ্চ শিক্ষার জন্য সহায়ক বিশেষ বৃত্তি।
- ঐক্যশ্রী: রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি।
- শিক্ষাশ্রী: রাজ্যের প্রায় ১১ লক্ষ তফশিলি জাতি-উপজাতি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি।
- মেধাশ্রী: রাজ্যের সমস্ত ওবিসি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি।
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ: রাজ্যের যে সব অভাবি-মেধাবি পড়ুয়ার বাৎসরিক পারিবারিক আয় ₹2.5 লক্ষ টাকার কম এবং যাদের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক-স্নাতকে প্রাপ্ত নম্বর 60% বা তার বেশি, তাঁরা এই বৃত্তির আওতায় ₹1000 টাকা থেকে ₹5000 টাকা পর্যন্ত পেতে পারেন।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

মেধাশ্ৰী স্কলারশিপ পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।