সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম,৪ বছরের চাকরি,৬.৯ লক্ষ টাকা বেতন- Agneepath Scheme

দেশের সেবাই যদি আপনার স্বপ্ন হয়, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। মঙ্গলবারই দেশের সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম আনল সরকার। এই নতুন স্কিমের নাম রাখা হয়েছে অগ্নিপথ স্কিম ( Agneepath Scheme Army)। 

Agneepath Scheme

এদিন সেনাবাহিনীর এই নিয়োগ সংক্রান্ত স্কিমের ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিনের সংবাদ সম্মেলনে রাজনাথ সিং ছাড়াও ছিলেন তিন সেনাপ্রধান।

উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। জেনে নিন কী রয়েছে সরকারের এই নতুন অগ্নিপথ স্কিম ।

Agneepath Scheme: ৪ বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ

কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পটি দেশের যুবকদের কথা ভেবেই শুরু করা হয়েছে।

এই স্কিমের আওতায় যুবকদের ৪ বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করতে হবে। এর সঙ্গেও রয়েছে আরও সুবিধা।

এবার থেকে ১০০ শতাংশ আবেদনকারী স্বেচ্ছাসেবক রূপে বাহিনীতে কাজ করতে পারবে। যুবকরা। রাজনাথ সিং জানিয়েছেন, দেশের নিরাপত্তা জোরদার করতেই নতুন এই পরিকল্পনার দিকে হেঁটেছে সরকার। 

Agneepath Recruitment Scheme 2022: যেকোনও রেজিমেন্টের জন্য আবেদন করা যাবে

আপনি সেনাবাহিনীতে নিয়োগের নতুন এই স্কিমের মাধ্যমে যেকোনও রেজিমেন্টের জন্য আবেদন করতে পারবেন।

এছাড়াও রেজিমেন্টে জাতি, ধর্ম, অঞ্চলের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে না।

অগ্নিপথ স্কিম নতুন নিয়োগ পদ্ধতিতে কী রয়েছে ?

  • ৪ বছর পর জওয়ানদের পর্যালোচনা করা হবে
  • এর পাশাপাশি তাদের চাকরি ছাড়ার সময় সার্ভিস ফান্ড প্যাকেজ দেওয়া হবে।
  • এই নতুন স্কিমে কোনও পেনশন থাকবে না, এককালীন অর্থ দেওয়া হবে
  • সেনাবাহিনীর এই স্কিমে নিযুক্ত সৈন্যদের বলা হবে অগ্নিবীর
  • এই স্কিমের অধীনে নিয়োগ করা বেশিরভাগ জওয়ান চার বছর কাজ থেকে মুক্তি পাবেন।
  • 4 বছরের চাকরির মেয়াদের পরে, যোগ্যতার মানদণ্ড অনুসারে 25% জওয়ানকে সেনাবাহিনীতে স্থায়ীভাবে নিয়োগ করা হবে! বাকি 75% সৈন্যদের অগ্নিবীর দক্ষতা শংসাপত্র দেওয়া হবে যার ভিত্তিতে বেসরকারি কোম্পানিতে চাকরি
  • অগ্রাধিকার থাকবে! পাশাপাশি নিজস্ব ব্যবসা করার জন্য ন্যূনতম সুদের হারে অ-নিরাপত্তা ঋণ প্রদান করা হবে!

Agneepath Recruitment Scheme 2022: কোন বয়সের যুবকরা আবেদন করতে পারে ?

এই স্কিম অনুযায়ী সরকার নিযুক্তদের ভাল বেতন দেবে। চাকরির 4 বছর পরে তরুণরা ভবিষ্যতের জন্য অনেক নতুন সুযোগ পাবে।  ১৭.৫ বছর থেকে ২১ বছরের যুবকরা ( অগ্নিপথ স্কিম) এই স্কিমে আবেদন করতে পারবেন। তবে প্রথম বছর বয়সের ঊর্ধ্বসীমা ২৩ বছর। এতে ১০ সপ্তাহ থেকে ৬ মাস পর্যন্ত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

অগ্নিপথ স্কিম এ  বেতন কত পাবেন ?

Agneepath স্কিমের বেতনের হিসাবে প্রথম বছরের জন্য ৪.৭৬ লক্ষ বার্ষিক প্যাকেজ পাবে যুবকরা। চতুর্থ বছরে এই প্যাকেজ বেড়ে ৬.৯২ লক্ষ টাকায় গিয়ে দাঁড়াবে।

প্রথম বর্ষে – বেতন প্রতি মাসে 30 হাজার টাকা, যার মধ্যে 9 হাজার টাকা কেটে নেওয়া হবে! মাসে 21 হাজার টাকা পাওয়া যাবে!
দ্বিতীয় বর্ষে – বেতন প্রতি মাসে 33000 টাকা,মাসে 10000 টাকা কেটে নেওয়া হবে! মাসে 23 হাজার টাকা পাওয়া যাবে!
তৃতীয় বর্ষে – বেতন প্রতি মাসে 36000 হাজার টাকা, যার মধ্যে কেটে নেওয়া হইবে 11000 টাকা!মাসে 25000 হাজার টাকা পাওয়া যাবে!
চতুর্থ বর্ষে –বেতন প্রতি মাসে 40000 টাকা! যার মধ্যে প্রতি মাসে 12000 টাকা কেটে নেওয়া হবে! মাসে 28000 হাজার টাকা পাওয়া যাবে!

একই সঙ্গে সেনাবাহিনীর লোকেরাও ঝুঁকি ও কষ্টের সঙ্গে ভাতার সুবিধা পাবে। একই সঙ্গে ৪ বছরের চাকরি শেষ হওয়ার পর সেনাবাহিনীর যুবকদের পরিষেবা তহবিল হিসাবে ১১.৭ লক্ষ টাকা পাবে।

মনে রাখবেন যে এই পরিমাণে অর্থের ওপর কোনও কর ধার্য করা হবে না।

প্রতি বছর তিন বাহিনীতে ৫০ হাজার সৈন্য নিয়োগ করা হবে!

অগ্নিপথ এর বিভিন্ন শূন্যপদের বিবরণ

১) পদের নামঃ অগ্নিবীর (জেনারেল ডিউটি)/Agniveer (General Duty) (All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ গড়ে 45% নম্বর সহ এবং প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পেয়ে দশম শ্রেণি /ম্যাট্রিক পাশ করতে হবে,

২) পদের নামঃ অগ্নিবীর (টেকনিক্যাল)/Agniveer (Tech)

৩) পদের নামঃ অগ্নিবীর (টেকনিক্যাল)/(Avn & Amn Examiner)
শিক্ষাগত যোগ্যতাঃ গড়ে ৫০% নম্বর নিয়ে সায়েন্স বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ইংরেজি – প্রতিটি বিষয়ে ৪০% নম্বর পেতে হবে ।

৪) পদের নামঃ অগ্নিবীর ক্লার্ক/স্টোর কিপার টেকনিক্যাল/Agniveer Clerk / Store Keeper Technical(All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ গড়ে ৬০% নম্বর নিয়ে আর্টস, সায়েন্স, কমার্স যেকোন বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা এবং প্রত্যেক সাবজেক্টে ৫০% নম্বর পেতে হবে । এছাড়াও ইংরেজি এবং অঙ্ক/Accts/Book Keeping সাবজেক্টে ৫০% নম্বর পেতে হবে ।

৫) পদের নামঃ অগ্নিবীর ট্রেডসম্যান 10th pass/Agniveer Tradesmen (All Arms)10th pass
শিক্ষাগত যোগ্যতাঃ প্রত্যেকটি সাবজেক্টে ৩৩% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে ।

৬) পদের নামঃ অগ্নিবীর ট্রেডসম্যান 8th pass / Agniveer Tradesmen (All Arms) 8th pass
শিক্ষাগত যোগ্যতাঃ প্রত্যেকটি সাবজেক্টে ৩৩% নম্বর নিয়ে ৮ পাশ করতে হবে ।

আবেদন করার সময় কি কি ডকুমেন্ট লাগবে?

  • Education Certificates
  • Domicile Certificate
  • Caste Certificate
  • Religion Certificate
  • School Character Certificate
  • Character Certificate
  • Unmarried Certificate
  • Relationship Certificate
  • NCC Certificate/Sports Certificate

শারীরিক দক্ষতার বিবরণ-
১৬০০ মিটার রান সাড়ে ৫ মিনিটে কমপ্লিট করতে পারলে ৬০ নম্বর পাবেন, এবং ৫ মিনিট ৩১ সেকেন্ড থেকে ৫ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারলে ৪৮ নম্বর পাবেন ।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

অগ্নিপথ স্কিম

Agneepath Scheme 2022 পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

Leave a Comment