অনালাইনে আলিপুর চিড়িয়াখানার লাইভ পশুপাখি দেখুন -Alipore Zoo Live

এবার মোবাইলের স্ক্রিনে আঙুল ছুয়িয়েই কচিকাঁচারা নিতে পারবে চিড়িয়াখানার স্বাদ। এই উদ্দেশ্যেই দর্শনার্থীদের জন্য বিশেষ ফেসবুক লাইভের ব্যবস্থা করল আলিপুর চিড়িয়াখানা “Alipore Zoo Live” ।

এছাড়াও দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানাতেও ভার্চুয়াল দর্শনের ব্যবস্থা করা হয়েছে ।

wb zoo live
Internet Image

কয়েকদিন আগেই রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আলিপুর পশুশালায় দুই চিড়িয়াখানার পশুপাখি অনালাইনে দর্শন ( Virtual Zoo Tour – Alipore Zoo Live ) এর উদ্বোধন করেন।

বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে একইসঙ্গে সমগ্র বিশ্বের মানুষ তার সাক্ষী থাকতে পারবেন।

বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, সোশ্যাল মিডিয়ার যুগে এই অনলাইনে চিড়িয়াখানা দর্শন আনন্দের নতুন মাত্রা বয়ে আনবে।

চিড়িয়াখানার লাইভ কখন দেখা যাবে

প্রতিদিন দু’বার করে এই ফেসবুক লাইভের আয়োজন করা হবে। প্রত্যেকবার এক ঘণ্টা করে পশুপাখি দর্শন করতে পারবেন সবাই ।

উভয় চিড়িয়াখানার লাইভ দেখা যাবে প্রতিদিন সকালে ৯-১০ টা এবং বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত।

মন্ত্রীর কথা অনুযায়ী করোনা পরিস্থিতি কাটার পরেও এই অনলাইন দর্শন জারি রাখা হবে।

কিভাবে দেখা যাবে লাইভ আলিপুর চিড়িয়াখানার লাইভ

এই দুই চিড়িয়াখানা আলিপুর এবং পদ্মজা নাইডু এর পক্ষ থেকে দুটি ফেসবুক পেজ নির্দিষ্ট করা হয়েছে।

আলিপুর চিড়িয়াখানার নয়া অতিথি হলুদ অ্যানাকোন্ডা কিংবা শিম্পাঞ্জি ‘বাবু’, কিংবা অন্যান্য পশুপাখিদের দর্শন করতে সংশ্লিষ্ট ফেসবুক লিঙ্কটি হল— www.facebook.com/kolkatazoo.alipore.5

অন্যদিকে, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান পশুশালার ভার্চুয়াল ট্যুর করতে দর্শনার্থীদের www.facebook.com/Padmaja-Naidu-Himalayan-Zoological-Park লিঙ্কটিতে ঢুকতে হবে।

আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশীষ কুমার সামন্ত বলেন প্রতিটি পশুপাখির খাঁচায় সিসিটিভি (CCTV) ক্যামেরা লাগানো রয়েছে।

আরও জানুন – স্ক্যান করার নুতন মোবাইল আপা সেলফ স্ক্যান -পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি উদ্যোগ। SelfScan Mobile Application

সেই সিসিটিভি (CCTV) ক্যামেরাগুলি থেকে ফেসবুকের মাধ্যমে সরাসরি লাইভ সম্প্রচার করা হবে।

এর ফলে একইসঙ্গে কচিকাঁচারা নিজেদের ঘরে বসেই প্রতিদিন চিড়িয়াখানার পশু-পাখিদের সঙ্গে সময় কাটাতে পারবে। দেখতে ও জানতে পারবে পশুপাখিদের প্ৰতিদনের পতি প্রকৃতি।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

অনালাইনে আলিপুর চিড়িয়াখানার লাইভ পশুপাখি দেখুন -Alipore Zoo Live

আমাদের এই চিড়িয়াখানার লাইভ বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন । কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আরও জানুন – হাসপাতালে ডাক্তার দেখাতে ফ্রি তে টিকিট কাটুন অনলাইনে।

আরও জানুন – পুরনো ভোটার কার্ডের লিস্ট ডাউনলোড করুন ১৯৫২ থেকে ১৯৭১ – Download West Bengal old voter list .

Leave a Comment