কিভাবে সুরক্ষিত রাখবেন অনলাইন লেনদেন – SBI দিলো টিপস

অনলাইনে লেনদেন যত বাড়ছে সাথে সাথেই পাল্লা দিয়ে বাড়ছে অসাধু মানুষদের ছলচাতুরি খেলা। প্রতিদিনই প্রায় কেউ না কেউ ধরণের অসাধু মানুষদের দ্বারা প্রতারিত হচ্ছেন। সুরক্ষিত অনলাইন লেনদেন টিপস না জানার জন্য অনেকেই আবার খোয়াচ্ছেন বিপুল পরিমানে অর্থ ।

তাই এবার গ্রাহকের দের সুরক্ষার কথা মাথায় রেখে মেইল দ্বারা অনলাইন লেনদেনে Bank account Safe রাখার Tips দিলো ব্যাঙ্ক।

যাতে গ্রাহক রা ফ্রডের চক্করে না পরে ৷ সাইবার ক্রাইম থেকে বাঁচার জন্য গ্রাহকদের ৬টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর রাখতে বলা হয়েছে ৷

অপরিচিত লিংক এ ক্লিক

কোনও অপরিচিত লিঙ্কে ক্লিক করতে নিষেধ করেছে গ্রাহকদের ৷ এরকম লিঙ্কের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ওটিপি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিয়ে থাকে প্রতারকরা ৷

bank account safe

ইএমআই , ডিবিটি বা প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডের নামে এই লিঙ্ক পাঠানো হয়ে থাকে ৷ এখানে ক্লিক করতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চাওয়া হয় ৷

আর তারপরই অ্যাকাউন্ট থেকেই তুলে নেওয়া হয় টাকা ৷

ক্যাশ প্রাইজ এর প্রলোভন

এর পাশাপাশি গ্রাহকদের চাকরি ও ক্যাশ প্রাইজ জেতা সংক্রান্ত লিঙ্ক থেকে সাবধানে থাকতে বলা হয়েছে ৷

এসএমএস , ফোন কল বা ই-মেলের মাধ্যমে গ্রাহকদের থেকে তথ্য নেওয়ার চেষ্টা করা হয় ৷

এবার বিয়েতে খরচ করুন দুহাত খুলে। ! বিবাহ লোন বা Marriage Loan দিচ্ছে SBI-সহ এই ব্যাঙ্কগুলি ৷

পাসওয়ার্ড চেঞ্জ

অনলাইন ব্যাঙ্কিং লগ ইন , পাসওয়ার্ড সময় সময়ে বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে ৷

পাসওয়ার্ড অবশ্যই অন্য কারোর সঙ্গে তা শেয়ার করতে নিষেধ করা হয়েছে ব্যাঙ্কের তরফে ৷

অবশ্যই সমস্ত পাসওয়ার্ড Alpha-Numeric রাখতে বলা হয়েছে ৷ কারণ এটা ডিকোড করা মুশকিল এবং আপনার Bank Account থাকবে Safe ৷

আরও জানুন : বার্ষিক ৮.৫ শতাংশ হারে সুদ, সাথে নানারকম সুযোগ -পোস্ট অফিসের সেভিংস স্কিম অ্যাকাউন্টে ৷

ও টি পি (OTP) সচেতনতা

ব্যাঙ্ক গ্রাহকদের থেকে ম্যাসেজ, ই-মেল বা ফোনের মাধ্যমে ওটিপি চায় না ৷

তাই সুরক্ষিত অনলাইন লেনদেন এর জন্য এরকম কোনও ফোন এলে অবশ্যই সাবধান বয়ে যাবেন ৷

ওয়েবসাইট এর তথ্য

ভুলেও কখনো ব্যাঙ্কের ফোন নম্বর বা ঠিকানা গুগলে সার্চ করবেন না ৷

কারণ ইন্টারনেট এ থাকা সমস্ত তথ্য , সবসময় সঠিক পারে।

কোনও কিছু জানার প্রয়োজন হলে ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে চেক করে নিন ৷

প্রতারিত হলে কি করবেন

আপনার সঙ্গে কোনও ব্যাঙ্কিং ফ্রডের ঘটনা ঘটলে সেটি লুকিয়ে রাখবেন না ৷

অবশ্যই bank account safe রাখার জন্য আপনি নিকটবর্তী পুলিশ স্টেশনে বিষয়টি জানান ৷ সাথে সাথে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়েও বিষয়টি জানাবেন ৷

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

কিভাবে সুরক্ষিত রাখবেন অনলাইন লেনদেন - SBI দিলো টিপস

আমাদের  Simple Tips On Bank Account Safe  বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

1 thought on “কিভাবে সুরক্ষিত রাখবেন অনলাইন লেনদেন – SBI দিলো টিপস”

Leave a Comment