ঐতিহাসিক সিদ্ধান্ত একটি পরীক্ষা দিয়েই রেল, ব্যাংক ও অন্যান্য চাকরির জন্য আবেদন করা যাবে, অনুমোদন দিলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। NRA CET New Exam Rule In India

দেশের সমস্ত চাকরিপ্রার্থীদের কেন্দ্রীয় সরকার নিল ঐতিহাসিক সিদ্ধান্ত। রেল, ব্যাংক ও অন্যান্য সরকারি চাকরির জন্য আর দিতে হবে না আলাদা আলাদা পরীক্ষা । একটি পরীক্ষা ( NRA CET new Exam Rule In India) দিয়ে বিভিন্ন চাকরিতে আবেদন করা যাবে। এমনই ঐতিহাসিক সিদ্ধান্তে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

nra cet new exam rule

এবার থেকে কেন্দ্রীয় সরকারের সমস্ত নন-গেজেটেড পোস্টে নিয়োগের জন্য নতুন একটি এজেন্সি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। National Recruitment Agency -র মাধ্যমে একটি মাত্র পরীক্ষা দিয়েই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরিতে আবেদন করা যাবে।

তাই ব্যাংক, রেল, পোস্ট অফিস, বা স্টাফ সিলেকশন কমিশনের চাকরির জন্য আর আলাদা আলাদা পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই।

বাড়ীর মোবাইল থেকেই আবেদন করুন রেশন কার্ড। Apply Ration Card Online From Home

এই কমন পরীক্ষা নেওয়ার জন্য তৈরি হয়েছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি (NRA)। National Recruitment Agency অনলাইন এর মধ্যেও পরীক্ষা নেবে।

এই পরীক্ষার নাম কমন এলিজিবিলিটি টেস্ট (Common Eligibility Test) বা CET। এই CET পরীক্ষায় উত্তীর্ণ হলে কেন্দ্রীয় সরকারের সমস্ত নন-গেজেটেড চাকরির জন্য আবেদন করা যাবে।

আগে ব্যাঙ্ক এ চাকুরীর জন্য দিতে হতো IBPS পরীক্ষা। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নিতো রেলে চাকরির পরীক্ষা।

পুরনো ভোটার কার্ডের লিস্ট ডাউনলোড করুন ১৯৫২ থেকে ১৯৭১ – Download West Bengal old voter list

বিভিন্ন সরকারি অফিসে চাকরির জন্য স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দিতে হতো । অর্থাৎ বিভিন্ন দপ্তরে চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা দিতে হতো।

এবার থেকে (Common Eligibility Test) বা CET পরীক্ষা দিয়ে কেন্দ্রীয় সরকারের সমস্ত নন-গেজেটেড পোস্টে আবেদন করা যাবে।

মাধ্যমিক হলো গুরুত্বহীন , অনার্স হবে ৪ বছরের। New Education Rules In India 2020

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, এই কমন এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার মেরিট লিস্টের মেয়াদ থাকবে তিন বছর।

অর্থাৎ একবার পরীক্ষা দিয়ে পাশ করলে পরবর্তী তিন বছর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত নন-গেজেটেড চাকরির জন্য আবেদন করা যাবে। দিতে হবে না আলাদা আলাদা আর পরীক্ষা ।

সূত্রের খবর অনুযায়ী আগামী বছর থেকেই কেন্দ্রীয় সরকার এই ( nra cet new exam rule ) কমন পরীক্ষা শুরু করবে।

বিশেষজ্ঞদের মতে, এই নতুন সিস্টেমে চাকরিপ্রার্থীদের হয়রানি কমবে এবং চাকরিপ্রার্থীদের প্রস্তুতির ক্ষেত্রেও সুবিধা হবে।

বিভিন্ন পরীক্ষার জন্য টাকা খরচ করে ফর্ম ফিলাপ করতে হবে না। একটিমাত্র ফর্ম ফিলাপ করলে সমস্ত চাকরির জন্য আবেদন করা যাবে।

Leave a Comment