আপনার বুথের ভোটার লিস্ট ডাউনলোড করবেন কিভাবে ?

আপনারা জানেন যে প্রতি বছরই ভোটার লিস্টে কিছু না কিছু পরিবর্তন হয়। অনেক নাম সংযোজন এবং সংশোধন ,আবার অনেক নাম বিয়োজন হয়। এই জন্য ভোটার লিস্ট এর সিরিয়াল নম্বর ও একটু আধটু এদিক সেদিক হয়ে থাকে। এই অবস্থায় আপনি যদি আপনার এলাকার সুম্পূর্ণ ভোটার লিস্ট পি ডি এফ আকারে ডাউনলোড করতে চান , তাহলে নিচের পদ্ধতি অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন। How to download west bengal voter list in pdf format.

ভোটার লিস্ট ডাউনলোড করার স্টেপ গুলো নিম্নরূপ :

পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে , মুখ্য নির্বাচন আধিকারিক ,পশ্চিমবঙ্গ এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।

voter list west bengal
ওয়েবসাইট এর প্রথম পাতা

ওয়েবসাইট টি ওপেন করার পর একটু নিচের দিকে নামলে নিচের ছবির মতো অপসন দেখতে পাবেন। লাল রঙে মার্ক করা অপসন টি তে ক্লিক করবেন।

voter list west bengal
লাল মার্ক করা চিহ্নে ক্লিক করুন

Voter List অপসন এ ক্লিক করার পর , একটি নুতুন পেজ ওপেন হবে সেখান থেকে আপনি আপনার জেলা চয়ন করবেন। আপনার জেলা খুঁজে পেতে জেলার তালিকা টি স্ক্রল করে নিচের দিকে নামাবেন।

voter list west bengal
জেলা চয়ন করুন

এরপর আপনি আপনার নির্বাচন ক্ষেত্র চয়ন করবেন। আপনার নির্বাচন ক্ষেত্র খুঁজে পেতে জেলার তালিকা টি স্ক্রল করে নিচের দিকে নামাবেন।

অনলাইন এ ভোটার কার্ড সংশোধন করতে এখানে ক্লিক করুন।

আপনার বুথের ভোটার লিস্ট ডাউনলোড করবেন কিভাবে ?
নির্বাচন ক্ষেত্র চয়ন করুন

এবার আপনি আপনার এলাকার যে বুথের , ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন , সেটা নির্বাচন করুন। আপনার নিজের চাইলে , আপনি যেখানে ভোট দেন সেই স্কুলের নামটি চয়ন করুন। খুঁজে না পেলে স্ক্রল করে নিচের দিকে নামাবেন।

আপনার বুথের ভোটার লিস্ট ডাউনলোড করবেন কিভাবে ?
যেখানে ভোট দেন সেই নামটি চয়ন করুন

এবার নিচের ছবির মতো যে সিকিউরিটি কোড টি দেখাবে , সেটি একদম হুবহু নিচের বক্সে লিখে দিন এবং ভেরিফাই অপসন এ ক্লিক করুন।

voter list west bengal
সিকিউরিটি কোড লিখুন

হাসপাতালে ডাক্তার দেখাতে ফ্রি তে টিকিট কাটুন অনলাইনে।

ভেরিফাই বটম এ ক্লিক করার পর নিচের ছবির মতোই আপনি আপনার এলাকার ভোটার লিস্ট দেখতে পাবেন।

voter list west bengal
পি ডি এফ আকারে ভোটার লিস্ট

ভোটার লিস্ট টি পি ডি এফ আকারে সেভ করার জন্য , ভোটার লিস্ট এর উপরে রাইট ক্লিক করে সেভ এস অপসন টি চয়ন করুন।

voter list west bengal
এই ভাবে সেভ করুন
আপনার বুথের ভোটার লিস্ট ডাউনলোড করবেন কিভাবে ?
ছবিতে ক্লিক করুন

আমাদের এই Download West Bengal Voter List পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

10 thoughts on “আপনার বুথের ভোটার লিস্ট ডাউনলোড করবেন কিভাবে ?”

Leave a Comment