অ্যাড করতে পারবেন না হোয়াটস্যাপ গ্রূপে। এবার লাগেব সম্মতি।

এতদিন যে কোন ব্যক্তি অন্য যে কোন WhatsApp গ্রাহককে যে কোন গ্রূপে যোগ করতে পারত। এর ফলে অজান্তে অনেক গ্রূপে ঢুকে পড়তেন অনেকে। এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে WhatsApp। বুধবার WhatsApp জানিয়েছে নতুন ফিচারে কোন গ্রূপে অ্যাড করতে গেলে গ্রাহকের সম্মতি বাধ্যতামুলক হয়েছে। লোকসভা ভোটের আগে ভুয়ো খবর প্রচার রুখতে একের পর এক নতুন ফিচার যোগ করেছে বিশ্বের এক নম্বর মেসেজিং কোম্পানিটি। নতুন এই ফিচার ভুয়ো খবর প্রচার রুখতে WhatsApp কে আরও এক কদম এগিয়ে দিল।

WhatsApp Group Security Settings Steps

নিজেকে যে কোন WhatsApp গ্রূপে যোগ হওয়া থেকে বিরত রাখতে Settings মেনুর Account > Privacy > Groups অপশানে গিয়ে Nobody, My Contacts অথবা Everyone সিলেক্ট করতে হবে।

whatsapp security settings

Nobody সিলেক্ট করলে কোন ব্যাক্তি আপনাকে কোন গ্রূপে অ্যাড করতে পারবেন না। My Contacts সিলেক্ট করলে একমাত্র আপনার কনট্যাক্টে থাকা ব্যাক্তি আপনাকে কোন
গ্রূপে যুক্ত অ্যাড করতে পারবেন। Everyone সিলেক্ট করলে যে কোন WhatsApp গ্রাহক এই কাজ করতে পারবেন।

টেকনোলজি এর খবর জানতে এখানে ক্লিক করুন

Nobody সিলেক্ট করা থাকলে কোন ব্যাক্তি আপনাকে কোন গ্রূপে অ্যাড করতে চাইলে প্রথমে প্রাইভেট চ্যাটে ইনভাইটেশন লিঙ্ক পাঠাতে হবে। তিন দিনের মধ্যে এই লিংকের ক্লিক করে গ্রূপে জয়েন করা যাবে।

বুধবার থেকে এই আপডেট সব WhatsApp গ্রাহকের কাছে পৌঁছে যাবে। ধাপে ধাপে বিশ্বব্যাপী সব গ্রাহকের কাছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই আপডেট পৌঁছে দেবে WhatsApp

অ্যাড করতে পারবেন না হোয়াটস্যাপ গ্রূপে। এবার লাগেব সম্মতি।

আমাদের এই WhatsApp Security Settings পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

1 thought on “অ্যাড করতে পারবেন না হোয়াটস্যাপ গ্রূপে। এবার লাগেব সম্মতি।”

Leave a Comment