করোনা আতঙ্কের মধ্যেই শ্রমিক দের জন্য নূতন প্রকল্প প্রচেষ্টা Prochesta Scheme Application

আজ থেকে করোনা সতর্কতায় লকডাউনের সময় বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন ৩১ মার্চ পর্যন্ত সারা রাজ্য লকডাউন। কিন্তু এই সময়ে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কথা মাথায় রেখে নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ‘ প্রচেষ্টা ’ প্রকল্প – prochesta scheme ঘোষণা করে মমতা এদিন জানিয়েছেন, রাজ্যের অসংগতি ক্ষেত্রের শ্রমিকদের জন্য ১০০০ একহাজার টাকা করে.অনুদান দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

prochesta scheme

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, দুর্ভোগ হলেও এই কটা দিন বাড়িতেই থাকতে হবে। কিন্তু অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অসুবিধার কথা মাথায় রেখে আর্থিক সীমাবদ্ধতা সত্বেও আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন, ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে প্রচেষ্টা প্রকল্পের জন্য আবেদন করতে হবে।

করা এই প্রচেষ্টা প্রকল্পে আবেদন করতে পারবেন।

  • পশ্চিমবঙ্গের সমস্ত শ্রমিক। দিনমজুর এবং কর্মী যারা একমাত্র পরিবারের আয়ের উৎস এবং লক ডাউন এর জন্য যাদের আর একেবারে বন্ধ।
  • যে সমস্ত শ্রমিক। দিনমজুর এবং কর্মী এর নাম পশ্চিমবঙ্গের বিভিন্ন সামাজিক স্কিম এ নাম নেই। যেমন সামাজিক সুরক্ষা জোযনা এবং বিভিন্ন পেনশন স্কিম
  • পরিবারের একজনই মাত্র আবেদন যোগ্য।
  • আবেদনপত্রটি বিনামূল্যে পাওয়া যাবে।
  • আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে।

জাগো’ প্রকল্প মহিলা স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে চালু মমতা সরকারের নয়া পরিকল্পনা। Jago Prokolpo

সরকারি অর্ডার অনুযায়ী আবেদন করা যাবে ১৫ ই মে ২০২০ পর্যন্ত।

প্রচেষ্টা প্রকল্পে কিভাবে আবেদন করবেন ?

জেলার ক্ষেত্রে জেলাশাসক এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাসিন্দা হলে কমিশনার, #KMC এর কাছে (ফর্ম্যাট – Annexure-A অনুযায়ী) আবেদনকারী ব্যক্তিদের আবেদনপত্রটি ব্যক্তিগতভাবে জমা দিতে হবে।

কোথায় আবেদন পত্র পাবেন ও জমা দেবেন:

১. জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের অফিস বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত অফিস
২. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার বাসিন্দা হলে কমিশনার অফিস, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের অফিসে

সামাজিক সুরক্ষা যোজনা কি , কেন এবং কিভাবে আবেদন করবেন ?

Process of sneher paras mobile application

কিভাবে আবেদন করবেন এই ভিডিও থেকেই জেনে নিন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

করোনা আতঙ্কের মধ্যেই শ্রমিক দের জন্য নূতন প্রকল্প প্রচেষ্টা Prochesta Scheme Application

আমাদের prochesta scheme বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

31 thoughts on “করোনা আতঙ্কের মধ্যেই শ্রমিক দের জন্য নূতন প্রকল্প প্রচেষ্টা Prochesta Scheme Application”

  1. প্রচেষ্টা প্রকল্পে কিভাবে apply করবো? জানাবেন ppz

    Reply

Leave a Comment