রঙিন ভোটার কার্ড এর জন্য কীভাবে করবেন অনলাইন আবেদন।- Color Voter Id Card

সাধারণ মানুষের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ভোটার কার্ড। যে কোনো সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এই কার্ডের। অনেক সময় নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার কার্ড ব্যবহার করা হয়। নির্বাচনের ক্ষেত্রে ভোটার কার্ড অত্যন্ত প্রয়োজনীয়। অনেক সময় এই কার্ডে ভুল থাকলে গ্রাহকদের সংশোধন করতে হয় ভোটার কার্ড। এই ভোটার কার্ড টি আগেও কাগজের উপর লামিনেট হিসেবে পাওয়া যেত। এবার থেকে Color Voter Id Card হিসেবে পাওয়া যাবে।

আরও পড়ুন : আপনার বুথের ভোটার লিস্ট ডাউনলোড করবেন কিভাবে ?

যাদের এই বছর নুতন নাম উঠবে এই কার্ডে তারা প্লাষ্টিক ভোটার কার্ড Plastic Voter plastic voter id card ই পাবেন। আর যাদের আগের থেকে ভোটার কার্ড আছে তার তারা নিচের পদ্ধতি অনুসরণ করে পেয়ে যেতে পারেন কালার ভোটার কার্ড। তবে এই কার্ডের জন্য আবেদন করতে হবে। অনলাইন পোর্টাল এর মাধ্যমে আপনারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

যে দুই ভাবে রঙিন ভোটার আই ডি কার্ড পাবেন।

  1. সংশোধন এর মাধ্যমে।
  2. বদল এর মাধ্যমে।

সংশোধন এর মাধ্যমে কিভাবে ভোটার কার্ড পাবেন।

আপনার ভোটার কার্ড এ যদি কিছু ভুল থেকে থাকে , তাহলে আপনি অনলাইন বা অফ লাইন এর মাধ্যমে তা সংশোধন করে নিতে পারেন।

সংশোধিত ভোটার কার্ড আপনি ডিজিটাল রঙিন ভোটার কার্ড পাবেন।

অনলাইন কিভাবে আবেদন করবেন নিচের ভিডিও থেকে জেনে নিন।👇

ভোটার কার্ড বদল এর মাধ্যমে কিভাবে নতুন ভোটার কার্ড পাবেন।

আপনার ভোটার কার্ড নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে ডুপ্লিকেট বা বিকল্প কার্ড এর জন্য আপনি আবেদন করতে পারবেন।

আরও পড়ুন : পুরনো ভোটার কার্ডের লিস্ট ডাউনলোড করুন ১৯৫২ থেকে ১৯৭১

এই আবেদন অনলাইন এর মাধ্যমেও করা যাবে। আবেদন করার পর আপনাকে সমস্যা চার্জ দিতে হবে। এই চার্জ ৩০ টাকার মতো। আবেদন এর পর আপনি প্লাষ্টিক রঙীন ভোটার কার্ড হাতে পেয়ে যাবেন।

কিভাবে অনলাইন আবেদন করবেন

রঙিন ভোটার আই ডি কার্ড এর আবেদন করার জন্য প্রথমে আপনি nvsp (national voter’s service protal) পোর্টালে যান।

color voter  card

এই পোর্টাল এর হোম পেজে গিয়ে সেখান থেকে ভোটার পোর্টাল বক্সে ক্লিক করতে হবে।

ভোটার পোর্টাল বক্সে ক্লিক করার পর https://voterportal.eci.gov.in এই পোর্টালে আপনি সরাসরি চলে যাবেন ।

color voter id card

এই পোর্টালে আপনাকে একটি একাউন্ট ওপেন করতে হবে। একাউন্ট ওপেন করার জন্য আপনাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে।

এর জন্য আপনার বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নং অবশ্যই থাকতে হবে।

এছাড়াও জিমেইল , ফেইসবুক , লিঙ্কেডিন এবং টুইটার থেকে সরাসরি লগইন করার সুবিধে পাবেন।

plastic voter id card

লগ ইন করার পর র্পোরের ছবির মতো স্ক্রিন দেখতে পাবেন। এখানে থেকে আপনি ভোটার কার্ড সম্পর্কিত বিভিন্ন কাজ করতে পারবেন।

তবে আপনি যদি বিকল্প বা ডুপ্লিকেট color voter id card পেতে চান সেক্ষেত্রে আপনি Replacement of Voter ID অপসন এ ক্লিক করবেন।

plastic voter id card

এবার আপনি “Yes, I have Voter Id Number” অপসন এ ক্লিক করবেন। ভোটার আইডি নং দেওয়ার পর আপনার তথ্য দেখতে পাবেন।

এবার পর পর স্টেপ গুলো পেরিয়ে ফাইনাল সাবমিট করে দেবেন।

আপনার বাড়িতে plastic voter id card কার্ড দিতে আসার সময় ডুপ্লিকেট কার্ড এর ফি নিয়য়ে নেবে।

Leave a Comment