১৮ বছরের ঊর্ধ্বে কোভিড ভ্যাকসিন রেজিস্ট্রেশন শুরু ২৮ তারিখ থেকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

কোভিড মহামারীতে গোটা পৃথিবী আজ জর্জরিত। ওই মধ্যে শুরু হয়েছে ভ্যাকসিন দেওয়ার কাজও। পৃথিবীর অন্যান্য দেশ এর সাথে ভারতেও চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৪৫ বছর এবং তদুর্ধ মানুষদের ভ্যাকসিন দেওয়ার কাজ হয়েছে গোটা ভারত জুড়ে।এবার থেকে ১৮ বছরের উপরে ভ্যাকসিন দেওয়াটা রেজিস্ট্রেশন পক্রিয়া শুরু হচ্ছে।

কোভিড ভ্যাকসিন রেজিস্ট্রেশন
covid vaccine registration online

১৮ বছরের ঊর্ধ্বে কোভিড ভ্যাকসিন নেওয়ার রেজিস্ট্রেশন করতে হবে ওই একই পদ্ধতিতে। ২৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন। ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই ভ্যাকসিন নিতে পারবেন। গত সোমবার এই গুরুত্বপূর্ণ ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রক। সুতরাং বালা যায়, পয়লা মে থেকে শুরু হচ্ছে ভ্যাকসিনেশন এর তৃতীয় পর্যায়ের কর্মসূচি।

শনিবার থেকে CoWIN অ্যাপে রেজিস্ট্রেশন করা যাবে। তৃতীয় পর্যায়ে ৫০ শতাংশ ভ্যাকসিন কেন্দ্রকে দেবে নির্মাণ সংস্থা। বাকি ভ্যাকসিন খোলা বাজারে বিক্রি হবে। ভ্যাকসিনের জন্য রাজ্যকে কেন্দ্রের উপর নির্ভর করতে হবে না। রাজ্য সরকার সরাসরি প্রস্তুতকারক সংস্থা থেকে ভ্যাকসিন কিনতে পারবে।

ভ্যাকসিনের দাম সরকারি হাসপাতালে ৪০০ টাকা। বেসরকারি হাসপাতালে খরচ পড়বে ৬০০ টাকা। কেন্দ্র সরকার থেকে এই দাম নির্ধারিত করা হয়েছে।

তবে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে এই ভ্যাকসিন বিনামূল্যে ব্যবস্থা করতে পারেন।

কীভাবে রেজিস্ট্রেশন করবেন? Covid vaccine registration Online

  • আপনার মোবাইলে CoWIN অ্যাপটি ওপেন করুন, অথবা ওয়েব সাইট cowin.gov.in লিঙ্কে ক্লিক করুন।
  • রেজিস্টার অথবা সাইন ইন-এ ক্লিক করুন ।
  • এরপর আপনার 10 ডিজিটের মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে রেজিস্টার করুন।
  • এরপর আপনি একটি ওটিপি ( OTP )পাবেন। নির্ধারিত জায়গায় ওটিপিটি নথিভুক্ত করুন ।
  • রেজিস্টার করার পর আপনি কবে ভ্যাকসিন নিতে যেতে পারবেন সেটি বেছে নিন। তবে সেই দিন ফাঁকা নাও পেতে পারেন। তার জন্য অ্যাপে জানিয়ে দেওয়া ফাঁকা দিনটি বেছে নিতে হবে।
  • আপনার ভ্যাকসিনেশন হয়ে গেলে আপনি একটি রেফারেন্স আইডি পাবেন । যা দিয়ে কোভিড ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেটটা পেয়ে যাবেন আপনি।

আরও জানুন : পশ্চিমবঙ্গের সকলের জন্য পেনশন ‘জয় বাংলা’ – উপকৃত হবেন ৬০ লক্ষ মানুষ। 

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

১৮ বছরের ঊর্ধ্বে কোভিড ভ্যাকসিন রেজিস্ট্রেশন শুরু ২৮ তারিখ থেকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

আমাদের কোভিড ভ্যাকসিন রেজিস্ট্রেশন পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

Leave a Comment